For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করুণানিধির স্বাস্থ্যে আরও অবনতি, তামিলনাড়ুতে বিষাদের সুর সর্বত্র

খারাপ খবর ডিএমকে কর্মী-সমর্থকদের জন্য। ডিএমকে সভাপতি নবতিপর এম করুণানিধি বয়সজনিত কারণে বেশ কিছুদিন হাসপাতাল ভর্তি। তাঁর এবার ধীরে ধীরে শরীর ভাঙতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

খারাপ খবর ডিএমকে কর্মী-সমর্থকদের জন্য। ডিএমকে সভাপতি নবতিপর এম করুণানিধি বয়সজনিত কারণে বেশ কিছুদিন হাসপাতাল ভর্তি। তাঁর এবার ধীরে ধীরে শরীর ভাঙতে শুরু করেছে। এখন যা অবস্থা তাতে চিকিৎসকেরা ২৪ ঘণ্টার একটা ডেডলাইন পর্যন্ত দিয়ে দিলেন।

করুণানিধির স্বাস্থ্যে আরও অবনতি, তামিলনাড়ুতে বিষাদ

চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, করুণানিধির স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ। একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করেছে। যার ফলে তাঁকে সুস্থ রাখা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতি মুহূর্তে কড়া পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। অ্যাক্টিভ মেডিক্যাল সাপোর্ট রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গত ২৬ জুলাই করুণানিধিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মধ্যে ২৯ জুলাই স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।

ভর্তির দিন থেকে ডিএমকে সমর্থকেরা চেন্নাই হাসপাতালে ভিড় করে রয়েছেন। সকলে প্রিয় নেতার আরোগ্য কামনা করে চলেছেন। তবে চিকিৎসকেরা যা ইঙ্গিত দিয়েছেন তাতে ৯৪ বছর বয়সী এই তামিল নেতার শরীর চিতিৎসায় কীভাবে সাড়া দেবে তা নিয়ে অনেকেই চিন্তিত।

দল নির্বিশেষে সব নেতারাই হাসপাতালে গিয়ে করুণানিধির সঙ্গে দেখা করে এসেছেন

দল নির্বিশেষে সব নেতারাই হাসপাতালে গিয়ে করুণানিধির সঙ্গে দেখা করে এসেছেন। এমনকী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুও হাসপাতালে গিয়ে করুণানিধির স্বাস্থ্যের খোঁজ নিয়ে এসেছেন।

English summary
Karunanidhi's health on the decline, his response in the next 24 hours crucial
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X