For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন চিদাম্বরম পুত্র

আইএনএক্স মিডিয়ার আর্থিক দুর্নীতি মামলায় আপাতত জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়ার আর্থিক দুর্নীতি মামলায় আপাতত জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম। দিল্লি হাইকোর্ট এই মামলায় কার্তিকে জামিন দেয়। যদিও প্রথম থেকেই এই মামলায় কার্তির জামিনের বিপক্ষে ছিল তদন্তকারী সংস্থা সিবিআই।

আর্থিক দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন চিদাম্বরম পুত্র

[আরও পড়ুন:অনর্গল ইংরাজি বলার 'দায়', ৫৪ বার ছুরির কোপ যুবককে!কোথায় ঘটল এমন ][আরও পড়ুন:অনর্গল ইংরাজি বলার 'দায়', ৫৪ বার ছুরির কোপ যুবককে!কোথায় ঘটল এমন ]

সিবিআই-এর দাবি ছিল, এই আর্থিক তছরূপের মামলায় ইতিমধ্যেই নষ্ট করা হয়েছে বহু প্রমাণ। পাশাপাশি কার্তি প্রভাবশালী বলে তাঁকে ছাড়া উচিত হবে না বলেও জানায় সিবিআই। এদিকে, কার্তির পক্ষের আইনজীবী জানিয়েছে গোটা মামলায় সিবিআই এখনও পর্যন্ত কোনও পাবলিক সার্ভেন্টকে জাজ্ঞাসাবাদ করেনি, অথচ কার্তির বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট লাগু করা হয়। কার্তির আইনজীবী এ বিষয়টি নিয়ে প্রশ্নও তোলেন।

কার্তির তরফে জানানো হয়েছে , তিনি কোনওভাবেই কোনে রকমের নথি নষ্ট করেননি। তবে পাশাপাশি , সিবিআই-ও তাঁকে আর জেরা করার জন্য হেফাজত চায়নি। তাহলে কেন কার্তিকে জামিন দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তোলেন কার্তির পক্ষের আইনজীবী। এরপরই দু'পক্ষের সমস্ত কথা শুনে কার্তিতে জামিন দেয় দিল্লি হাইকোর্ট।

[আরও পড়ুন: ভারতীয় সেনার শহিদদের সন্তানদের পড়াশোনার খরচ দেবে কেন্দ্র][আরও পড়ুন: ভারতীয় সেনার শহিদদের সন্তানদের পড়াশোনার খরচ দেবে কেন্দ্র]

English summary
Karti Chidambaram granted bail by Delhi high court,inx media case latset update .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X