For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' নিয়ে 'সুপ্রিম' নির্দেশের পর ফুঁসছে কার্নি সেনা, শুরু ভাঙচুর-বিক্ষোভ

সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে সব রাজ্যে মুক্তি পাবে 'পদ্মাবত'। সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে, 'ব্য়ান্ডিট কুইন' যদি মুক্তি পায় ভারতে, তাহলে পদ্মাবত কেন নয়?

  • |
Google Oneindia Bengali News

বিজেপি শাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ সহ একাধিক রাজ্যে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'-কে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্টের নতুন রায়ে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়। সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে সব রাজ্যে মুক্তি পাবে 'পদ্মাবত'। সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে, 'ব্য়ান্ডিট কুইন' যদি মুক্তি পায় ভারতে, তাহলে পদ্মাবত কেন নয়?

[আরও পড়ুন:বিজেপি রাজ্যগুলিকে বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত][আরও পড়ুন:বিজেপি রাজ্যগুলিকে বুড়ো আঙুল, 'সুপ্রিম' মানদন্ডে উত্তীর্ণ পদ্মাবত]

এদিকে, 'পদ্মাবত' কে ছাড়পত্র দেওয়া নিয়ে ক্ষোভে ফুঁসছে রাজপুত সংগঠনগুলি। বিরক্ত বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। মধ্যপ্রদেশ ও রাজস্থান খিতয়ে দেখছে, এই বিষয়টি নিয়ে আর কোনও আইনি রাস্তা খোলা রয়েছে কি না। তথা তাদের তরফে কী জানানো হয়েছে , দেখে নেওয়া যাক।

[আরও পড়ুন:মোদীর অনুষ্ঠানে চলল 'ঘুমর' গানের নাচ, হিন্দু ধর্মগুরুর প্রশংসা পেল 'পদ্মাবত', জানুন বিস্তারিত][আরও পড়ুন:মোদীর অনুষ্ঠানে চলল 'ঘুমর' গানের নাচ, হিন্দু ধর্মগুরুর প্রশংসা পেল 'পদ্মাবত', জানুন বিস্তারিত]

বিহারে ভাঙচুর

বিহারে ভাঙচুর

পদ্মাবত ছবিকে সমস্ত রাজ্যে মুক্তি পাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আর তারপরই বিহারের মুজ্জাফর নগরে শুরু হয়েছে বাহছপর বিক্ষোভ। অভিযোগের তির কার্নি সেনার বিরুদ্ধে।

 হরিয়ানার মন্ত্রী যা বললেন

হরিয়ানার মন্ত্রী যা বললেন

পদ্মাবত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বেশ ক্ষুব্ধ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। তিনি জানিয়েছেন, মহামান্য আদালত তাঁদের পক্ষের কথা না শুনেই রায় দিয়েছে। তবে সেই সিদ্ধান্ত তাঁরা মেনে চলবেন।কিন্তু এরপরও তাঁরা খতিয়ে দেখবেন, তাঁদের আপিলের জায়গা রয়েছে কী না।

 যা জানাচ্ছে রাজপুত কর্নি সেনা

যা জানাচ্ছে রাজপুত কর্নি সেনা

রাজপুত কর্নি সেনার তরফে সংগঠনের প্রধান লোকেন্দ্র সিং কালভি জানিয়েছেন, দেশের সমস্ত সংগঠগুলির কাছে তিনি আবেদন করবেন যাতে এই ছবি না চলতে দেওয়া হয়। সিনেমা হলগুলিতে কারফিউ লাগাবার ডারক দিয়েছেন তিনি।

চিতোরগড় দুর্গে জওহরের প্রস্তুতি

চিতোরগড় দুর্গে জওহরের প্রস্তুতি

পদ্মাবত মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি , আর ঠিক তার আগের দিন অর্থার ২৪ জানুয়ারি চিতোরগড় দুর্গে জওহরে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়েছেন রাজপুত মহিলারা। রাজপুত কর্নি সেনার তরফে মহিপাল মকরানা জানাচ্ছেন ইতিমধ্যেই ১৮০০ রাজপুত মহিলা এই ব্রত গ্রহণ করে প্রতিবাদ জানানোর জন্য নাম লিখিয়ে ফেলেছেন।

English summary
karni sena vandalize ciema hall in bihar, anil vij reaction to supreme court order.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X