For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মত বদল কুমারস্বামীর! নিজের গড়ে গিয়ে বার্তা দিলেন মমতাকে

ডিএমকে-র এমকে স্ট্যালিন মত বদল না করলেও তা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এইচডি কুমারস্বামী বলেছেন, নরেন্দ্র মোদীকে নিয়ে দেশ হতাশ।

  • |
Google Oneindia Bengali News

ডিএমকে-র এমকে স্ট্যালিন মত বদল না করলেও তা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এইচডি কুমারস্বামী বলেছেন, নরেন্দ্র মোদীকে নিয়ে দেশ হতাশ। সেদিক থেকে দেখতে গেলে সফল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকবছরে ভাল প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশেকে নেতৃত্বে দেওয়ার সবগুণ তাঁর মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছেন এইচ ডি কুমারস্বামী। এর আগে কুমারস্বামী রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান বলে জানিয়েছিলেন।

ভোটের আগে নেতাকে তুলে ধরার দরকার নেই

ভোটের আগে নেতাকে তুলে ধরার দরকার নেই

পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচনে জয়ী হতে গেলে নেতাকে তুলে ধরতে হবে, এমন কোনও ব্যাপার নেই। দেশের মানুষ নরেন্দ্র মোদী প্রশাসনের ওপর হতাশ। বিভিন্ন রাজ্যে তাদের নিজেদের সমস্যা রয়েছে। তাই নির্বাচনের আগে নেতা বেছে নেওয়ার কোনও প্রয়োজন নেই।

দেশে একাধিক নেতা রয়েছেন, যাঁরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারেন। আগেকার সরকার যেখানে ব্যর্থ হয়েছে, সেসব জায়গায় এই নেতারা এগিয়ে যাওয়ার ছাপ রাখতে পারবেন বলে আশা প্রদাশ করেছেন এইচ ডি কুমারস্বামী। নির্বাচনের পর বসে নেতা নির্বাচন করা যেতে পারে বলেও মত প্রকাশ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত

মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমারস্বামী বলেছেন, খুবই সাধারণ । কিন্তু ভাল প্রশাসক। দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে বলেও জানিয়েছেন কুমারস্বামী। গত কয়েকবছর ধরে পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান পরিস্থিতি ১৯৭৭ সালের মতো

বর্তমান পরিস্থিতি ১৯৭৭ সালের মতো

দেশের বর্তমান পরিস্থিতি ১৯৭৭ সালের মতো বলেও মত প্রকাশ করেছেন কুমারস্বামী। ওই বছরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন নেতা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি সেই সময়কার সঙ্গে তুলনীয় বলেও মন্তব্য করেছেন কুমারস্বামী। জনতাদল সেকুলার নেতার দাবি মহাগোটবন্ধন জাতীয় দলের পরিবর্তন হিসেবে কাজ করতে পারে।

 কুমারস্বামীর আশা

কুমারস্বামীর আশা

কুমারস্বামীর আশা ভোটের পর সবাই যোগ দেবেন মহাগোটবন্ধনে। কেননা ভোটের আগে বিভিন্ন রাজ্যে আঞ্চলিকদলগুলি বিভিন্ন সমস্যা রয়েছে।

কুমারস্বামীর মত বদল

কুমারস্বামীর মত বদল

এর আগে কুমারস্বামী বলেছিলেন ২০১৯-এর দেশে জোট সরকার হবে। আর তাতে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী।

English summary
Karnataka’s HD Kumaraswamy backs ‘simplest of the simple ’Mamata Banerjee for PM post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X