For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে সংকটে কংগ্রেস-জেডিএস সরকার! সমর্থন প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য

বিধায়ক 'শিকার' অভিযোগ পাল্টা অভিযোগে বেশ কিছু দিন ধরেই উত্তার কন্নড় রাজনীতি।

  • |
Google Oneindia Bengali News

বিধায়ক 'শিকার' অভিযোগ পাল্টা অভিযোগে বেশ কিছু দিন ধরেই উত্তার কন্নড় রাজনীতি। কংগ্রেসের অভিযোগ ছিল গোপনে বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে মুম্বইতে দেখা করছেন দলের কয়েকজন বিধায়ক, অন্যদিকে বিজেপি নিজের ঘর গোছাতে রিসর্ট রাজনীতির ছকে এগিয়ে চলেছিল। এমন পরিস্থিতিতে কর্ণাটকে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলেন দুই নির্দল বিধায়ক।

কর্ণাটকে বিপাকে কংগ্রেস-জেডিএস সরকার! সমর্থন প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য

সমর্থন প্রত্যাহারকারী বিধায়ক আর শঙ্কর জানিয়েছেন, 'আজ মকর সংক্রান্তি এমন দিনেই আমরা সরকার পরিবর্তন করার দিকে এগোতে চাই। সরকারের কর্মদ্যোগী হওয়া প্রয়োজন.. তাই আমরা এই সরকার থেকে সমর্থন তুলে নিলাম।' অন্য এক সমর্থন প্রত্যাহারকারী বিধায়ক এইচ নাগেশের দাবি, স্থায়ী সরকার গঠনে এই জোট সরকার একেবারেই ব্যর্থ। শরিকদের মধ্যে এখানে বোঝাপড়া মোটেও ঠিক নেই। সেই কারণেই এই জোট সরকার থেকে তাঁরা বেরিয়ে এসেছেন বলে দাবি করেন নাগেশ।

উল্লেখ্য, কংগ্রেস ও জেডিএস একযোগে বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর অভিযোগ করলেও ঘটনা হল আরও ১৮ জন বিধায়কের সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে। এজন্য নির্দল ও বিএসপির সমর্থন যদি বিজেপি পেয়েও যা, তাহলেও কংগ্রেস ও জেডিএসএর বহু বিধায়কের সমর্থন এখনও প্রয়োজন। যা পাওয়া এককথায় অসাধ্য। তাই কর্ণাটকে সরকার গড়ার চেষ্টা না করে লোকসভা ভোটের প্রস্তুতিতেই বিজেপি বেশি ব্যস্ত। বিজেপির দাবি গোটা ঘটনার নেপথ্যে রয়েছে জেডিএস ও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব।

English summary
Karnataka 'poaching' row: Big setback to Kumaraswamy govt, two Independent MLAs withdraw support.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X