For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের এই রাজ্যে বিধায়কদের জন্য 'মিড ডে মিল'-এর পরিকল্পনা

বিধায়কদের বিধানসভামুখী করতে মিড ডে মিল চালু হতে পারে কর্ণাটক বিধানসভায়।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিধায়কদের কিছুতেই বিধানসভামুখো করা যাচ্ছে না। অনেকে এলেও বেশিক্ষণ না থেকে কেটে পড়ছেন। ফলে বিধায়কদের অনুপস্থিতিতে একরকম জেরবার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নয়া পরিকল্পনা করছে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার।

দেশের এই রাজ্যে বিধায়কদের জন্য 'মিড ডে মিল'-এর পরিকল্পনা

স্কুলে যেমনভাবে মিড ডে মিল চালু করে শিশুদের স্কুলমুখী করার ভাবনা বলবৎ হয়েছে, তেমনভাবেই বিধায়কদের বিধানসভামুখী করতে মিড ডে মিল চালু হতে পারে কর্ণাটক বিধানসভায়। এর ফলে রাজ্য সরকারের আশা, দুপুরের মিল দেখে অন্তত বিধায়করা বিধানসভায় মুখ দেখাবেন।

কর্ণাটক বিধানসভায় জলখাবারের ব্যবস্থা থাকলেও দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা নেই। ফলে যে বিধায়কেরা সকালের দিকে বিধানসভায় মুখ দেখান, তাঁরা দুপুরের আগেই চলে যান। ফলে দুপুরের খাবারের আয়োজন করলে অন্তত তাদের ধরে রাখা যাবে। পাশাপাশি আরও অনেক বিধায়ক আসবেন।

প্রসঙ্গত এই রাজ্যের বিধায়করা প্রতি মাসে ৬৫ হাজার টাকা বেতন পান, সঙ্গে ঘোরাফেরার জন্য ২৫ হাজার টাকা ভাতা পান। পাশাপাশি প্রতিদিন বৈঠকে যোগ দেওয়ার জন্য ১ হাজার টাকা করে ভাতাও পান। তা সত্ত্বেও বিধানসভায় তাঁদের ডেকে আনার জন্য মিড ডে মিল চালু করতে হচ্ছে।

English summary
Karnataka plans Mid-Day Meals to keep lawmakers in Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X