বিজেপির বিজয়রথ রোখা মুশকিল! বাংলার ভোটের আগে আরও এক হাইভোল্টেজ নির্বাচনে গেরুয়া-সুনামি
বাংলার ভোটের আগে আরও এক রাজ্যে এদিন ছিল ভোট-রাজনীতি ঘিরে তাপ উত্তাপের পালা। কৃষক আন্দোলনের মাঝে এদিন শক্তি পরীক্ষার মঞ্চে কর্ণাটকে কার্যত ফুল মার্কস নিয়ে পাশ বিজেপির! গণনার ট্রেন্ডের শেষের দিক পর্যন্ত যা খবর, তাতে বিজেপির ঘরে সুখবর!

কর্ণাটক পঞ্চায়েত নির্বাচনের ফল
কর্ণাটকে এদিন পঞ্চায়েত নির্বা চনের ফলাফেল দেখা গিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা ১২,৭৯৫ আসনে এগিয়ে, অন্যদিকে বিপক্ষের কংগ্রেস প্রার্থীরা ৯,৫৪৫ আসনে এগিয়ে। ফলে বিজেপিযে এই ভোট যুদ্ধে এগিয়ে, তা বলাই বাহুল্য।

কর্ণাটক পঞ্চায়েত ভোট ও পরিসংখ্যান
কার্যত দেশ জুড়ে এই মুহূর্তে বিজেপির বিজয়রথ রোখা মুশকিল হয়ে পড়ছে বিপক্ষের জন্য। এমন এক প্রেক্ষপটে প্রায় ২ লাখ প্রার্থীর ভাগ্য গণনা হয়েছে কর্ণাটক পঞ্চায়েত নির্বাচনে। এঁদের মধ্যে ৮,০৭৪ জন বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জিতে যান ভোট যুদ্ধ।

কংগ্রেসের জোর লড়াই
এদিকে, কংগ্রেস দাবি করেছে তাঁদের প্রার্থীদের ময়দানের চেয়েও বেশি আড়ালে টার্গেটে রেখে দলের নিচু তলায় বিজেপি ভাঙন ধরিয়েছেন। কর্ণাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার দাবি , টাকা দিয়ে বিজেপি তাঁদের প্রার্থীদের কিনেছে।

কন্নড় রাজনীতি ও বিজেপি
মূলত, শেষ বিধানসভা নির্বাচনে কর্ণাটকে জেডিএসএর সঙ্গে কংগ্রেস সরকার গড়লেও, পরে দলবদলের খেলায় সরকারপক্ষের বহু বিধায়ক বিজেপির দিকে চলে আসেন। ফলে সরকার গড়ে বিজেপি। এরপর পঞ্চায়েত নির্বাচনে র মাধ্যমে মাটি কামড়ে থাকার লড়াই ছিল বিজেপির সামনে। যা কার্যত জিতে নিয়েছে গেরুয়া দল।