For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শপথ নিলেন কর্নাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

শপথ নিলেন কর্নাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

Google Oneindia Bengali News

ঘোষণা হয়েছিল গতকালই। সেই মতই বুধবার শুভক্ষণে কর্নাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্মাই। ৩২ বছর আগে এই আসনেই ছিলেন তাঁর পিতা এসআর বোম্মাই। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠতেই কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচিত করে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট জিইয়ে রাখল বিজেপি।

মুখ্যমন্ত্রী বোম্মাই

মুখ্যমন্ত্রী বোম্মাই

কর্নাটকে মুখ্যমন্ত্রীর পদে বসলেন বাসবরাজ বোম্মাই। সকাল সাড়ে ১০টায় রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। শপথ গ্রহন অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। প্রথম থেকেই তাঁর ঘনিষ্ঠ নেতা বোম্মাই। তাই তাঁকে মুখ্যমন্ত্রী করায় ইয়েদুরাপ্পার ক্ষোভ অনেকটাই উপশম হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শপথ নিয়েই রাজ্যবাসীর উন্নয়নের কথা বলেছেন তিনি। তাঁর সরকার দরিদ্রের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বোম্মাই।

পিতার আসনেই পুত্র

পিতার আসনেই পুত্র

৩২ বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বোম্মাইয়ের বাবা। সেই সুবাদেই রাজনীতিতে আসা তাঁর। প্রথমে জনতা দল করতেন তিনি। পরে বিজেপিতে যোগ দেন। বিজেপি থেকে পর পর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। সেচমন্ত্রী হিসেবে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন বোম্মাই।

 ইয়েদুরাপ্পার পদত্যাগ

ইয়েদুরাপ্পার পদত্যাগ

গত কয়েকমাস ধরেই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ মাথাচারা দিয়েছিল কর্নাটকে। বারবার তাঁর দলের নেতারাই দিল্লিতে গিয়ে দরবার করে এসেছেন। ইয়েদুরাপ্পার নেতৃত্বে কাজ করা যাচ্ছে না বলে ক্ষোভ তৈরি হয়েছিল দলের বিধায়কদের মধ্যে। অনেকেই নিজেকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। দলের ঘোষণার আগেই নিজের মুখ্যমন্ত্রীত্বের দ্বিতীয় বছর পূর্তি অনুষ্ঠানে পদত্যাগ ঘোষণা করে কান্নায় ভেঙে পড়েন ইয়েদুরাপ্পা।

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত

দীর্ঘ আলোচনার পর অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রথম থেকে একাধিক নাম উঠে আসছিল। প্রহ্লাদ যোশীর নামও উঠে আসছিল মুখ্যমন্ত্রী হিসেবে। শেষে সিদ্ধান্ত হয় লিঙ্গায়েত সম্প্রদায়ের কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে। তারপরেই ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ বাসবরাজের নাম উঠে আসে।

English summary
Karnataka new CM take charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X