For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যার ত্রাণ শিবিরে পৌঁছেও মন্ত্রিত্বের অহংকার! এই মন্ত্রীর কীর্তি ধরা পড়ল ভিডিও-তে

কেরলের পাশাপাশি কর্ণাটকের বেশ কিছু এলাকাও প্লাবিত। উড়ুপি, দক্ষিণ কর্ণাট, চিকম্যাগালুরু সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্লাবিত ঘরবাড়ি, জলে ডুবে রয়েছে একের পর এলাকা, এমনই পরিস্থিতিতে ত্রাণের খোঁজে মানুষ । কেরলের পাশাপাশি কর্ণাটকের বেশ কিছু এলাকাও প্লাবিত। উড়ুপি, দক্ষিণ কর্ণাটক, চিকম্যাগালুরু সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্লাবিত হয়েছে কোড়াগু, রামনাথপুরা এলাকা। আর সেখানেই ত্রাণ দিতে গিয়েছিলেন কন্নড়মন্ত্রী এইচডি রাভান্না। ত্রাণ শিবিরে যাঁর কর্মকাণ্ড নিয়ে উঠেছে বিতর্ক।

বন্যার ত্রাণ শিবিরে পৌঁছেও মন্ত্রিত্বের অহংকার! এই মন্ত্রীর কীর্তি ধরা পড়ল ভিডিও-তে

একটি ত্রাণ শিবির। যেখানে মন্ত্রী এসে পৌঁছেছেন। আর মন্ত্রীকে দেখে ক্রমাগত ভিড় বাড়ছে। বন্যা বিধ্বস্ত মানুষের আসা মন্ত্রীর হাত থেকে তাঁরা পাবেন ত্রাণ সামগ্রী। মিটবে খিদের জ্বালা, মিটবে জলের তৃষ্ণা। সেই ত্রাণের খাবার হাতে এল। কিন্তু বন্যা দুর্গতরা যেভাবে ত্রাণ পাবে ভেবেছিলেন সেভাবে পেলেননা। নিজের হাতে মন্ত্রী রাভান্না ছুঁড়ে ছুঁড়ে দিলেন খাদ্য সামগ্রী। এই দেওয়ার ধরনে যেন কোথাও মিশে ছিল অহংকার। যা মোটেও সহজভাবে নিজে পারেননি বন্যা দুর্গতরা। তাই অনেকেই খিদের জ্বালা থাকা সত্ত্বেও ত্রাণের খাবার নিতে অস্বীকার করেন।

মন্ত্রী রাভান্নার এই কীর্তি ভিডিওতে ধরা পড়তেই তা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসতেই তা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়। এদিকে, কর্ণাটকে বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায়, পরিস্থিতি নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

English summary
Karnataka Minister throws food packets to flood victims, video goes viral.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X