For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা! রাজ্যের সরকার ফেলতে বিজেপির 'অপারেশন লোটাস'

লোকসভার আগেই জোট সরকার ফেলতে শুরু বিজেপির অপারেশন লোটাস। এমনটাই অভিযোগ করেছেন কর্ণাটকের বিশিষ্ট কংগ্রেস নেতা তথা মন্ত্রী ডিকে শিবকুমার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভার আগেই জোট সরকার ফেলতে শুরু বিজেপির অপারেশন লোটাস। এমনটাই অভিযোগ করেছেন কর্ণাটকের বিশিষ্ট কংগ্রেস নেতা তথা মন্ত্রী ডিকে শিবকুমার। ইতিমধ্যেই রাজ্যের তিন কংগ্রেস বিধায়ক মুম্বইয়ের হোটেলে গিয়েছেন। রয়েছেন রাজ্য বিজেপির বিধায়ক এবং বেশ কয়েকজন নেতাও।

কর্নাটকে বিধায়ক কেনাবেচার অভিযোগ

কর্নাটকে বিধায়ক কেনাবেচার অভিযোগ

রাজ্যে বিধায়ক কেনাবেচার অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। তাঁর দাবি, সেখানে কী হচ্ছে সেই সম্পর্কে তিনি অবগত। এমন কী কত টাকা তাদের অফার করা হচ্ছে, তাও তিনি জানেন বলে মন্তব্য করেছেন ওই নেতা।

২০০৮ সালে অপারেশন লোটাস

২০০৮ সালে কর্নাটকে তৎকালীন বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন সরকার বেশ কিছু বিরোধী বিধায়ককে লোভ দেখিয়ে কবজা করেছিল বলে অভিযোগ। সেই থেকেই অপারেশন লোটাস নামটি পরিচিত।

বিজেপির প্রতি নরম মুখ্যমন্ত্রী

এর আগেই দলের খারাপ সময়ে নিজের কৃতিত্ব দেখিয়েছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বিজেপির প্রতি নরম।

মুখ্যমন্ত্রী বিজেপির প্রতি নরম বলে অভিযোগ করলেন, বাড়তি আর কিছু বলতে চাননি কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। সব বিধায়কই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, কোন বিশ্বাসঘাতকতা চলছে সেখানে। তাঁরা সিদ্ধারামাইয়াকেও বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।

কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের মতে, মুখ্যমন্ত্রী অপেক্ষা করে দেখার নীতি নিয়েছেন। যদি তিনি মুখ্যমন্ত্রীর জায়গায় হতেন, ২৪ ঘন্টার মধ্যে বিষয়টি প্রকাশ করে দিতেন বলে জানিয়েছেন ওই কংগ্রেস নেতা।

বিজেপি উদ্যোগ সফল হবে না

বিজেপি উদ্যোগ সফল হবে না

মন্ত্রী জানিয়েছেন, রাজ্যএর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং রাজ্য কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও বিষয়টি সম্পর্কে অবগত।

তবে কংগ্রেস নেতা আত্মবিশ্বাসী যে, বিজেপির ওই উদ্যোগ সফল হবে না।

এর আগে কর্নাটকের বহু কংগ্রেস বিধায়ক অভিযোগ করেছিলেন, দল ছেড়ে বিজেপি যোগ দেওয়ার প্রস্তাব তাদের কাছে রয়েছে।

ব্যবস্থা নিচ্ছে না আয়কর বিভাগ ও দুর্নীতি বিরোধী ব্যুরো

ব্যবস্থা নিচ্ছে না আয়কর বিভাগ ও দুর্নীতি বিরোধী ব্যুরো

রাজ্য কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও বিষয়টি নিয়ে অভিযোগ জানালেও, কেন আয়কর বিভাগ এবং দুর্নীতি বিরোধী ব্যুরো কাজে দেরি করছে, তা তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।

কংগ্রেস নিজের ঘর সামলাক

কংগ্রেস নিজের ঘর সামলাক মন্তব্য করেছেন রাজ্যের বিজেপি নেতা সদানন্দ গৌড়া।

English summary
Karnataka Minister said 3 Congress Lawmakers In Mumbai Hotel With BJP Leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X