For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মরে যান', কৃষকের সঙ্গে কথা কাটাকাটির পর বার্তা কর্ণাটকের মন্ত্রীর, বিজেপি শাসিত রাজ্যে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

প্রসঙ্গ ছিল পিডিএসের চাল । কত চাল দেওয়া হবে, তা নিয়ে একজন কৃষকের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি। তিনি বিজেপি শাসিত এই রাজ্যের খাদ্য মন্ত্রী। কথাকাটাকাটি এতটাই গতি পায় যে এক সময় মন্ত্রীর মুখ থেকে বিতর্কিত মন্তব্য উঠে আসে। আর এই নির্মম বার্তা কেড়েছে খবরের শিরোনাম।

 কী নিয়ে চলেছে বচসা?

কী নিয়ে চলেছে বচসা?

একটি ভাইরাল হওয়া অডিও টেপে (অডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা) শোনা যাচ্ছে, দুই ব্যক্তির কণ্ঠস্বর। তাতে একজন কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি ও অপরজন সাধারণ কৃষক। মন্ত্রীকে সামনে পেয়ে পিডিএসে প্রাপ্য চাল সম্পর্কে জানে চান কৃষক। তার উত্তরে তিনি পান ভর্ৎসনা।

 কথপোকথন

কথপোকথন

কৃষক বলেন, পিডিএসে যে চাল দেওয়া হচ্ছে তা ২ কেজি । এটায় কি সংসার চালানো সম্ভব? যার উত্তরে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ৫ কেজি করে চাল দিচ্ছে তো। দুই মাসের জন্য এটি দেওয়া হবে। প্রত্যুত্তরে কৃষক বলেন, কবে দেবেন? উত্তরে মন্ত্রী জানান, সামনের মাস থেকেই তা দেওয়া হবে। ক্ষোভের সুরে কৃষক বলেন, তাহলে কি ততদিন আমরা অনাহারে থাকব নাকি মরে যাব? যার উত্তরে মন্ত্রীকে বলতে শোনা যায়, (অডিওর সত্য়তা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা)' মরে যাও, সেটাই ভালো। আসলে এই কারণেই আমরা দেওয়া বন্ধ করেছি। আমাকে আর দয়া করে ডাকবেন না।'

কংগ্রেসের তোপ

কংগ্রেসের তোপ

ঘটনার জেরে কংগ্রেস একচুল জমি ছাড়েনি বিজেপিকে। কংগ্রেসের কন্নড়ভূমের নেতা ডিকে শিবকুমার এই বিষয়টি তুলে ধরে টুইটে একের পর ক তোপ দাগেন বিজেপি শাসিত ইয়েদুরাপ্পা মন্ত্রিসভার এই মন্ত্রীর বিরুদ্ধে। এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বার্তা দেন ডিকে শিবকুমার।

 উমেশ কাট্টির বার্তা

উমেশ কাট্টির বার্তা

এদিকে, কংগ্রেস সহ বিরোধীদের এমন বক্তব্যের পর উমেশ কাট্টি বলেন, ' যদি কেউ জিজ্ঞেস করেন আমি মরব কি না, তাহলে তার কী জবাব হতে পারে? যদি কেউ সঠিকভাবে প্রশ্ন করেন, তাহলে তার জবাবও সঠিকভাবে দেওয়া হবে। আপনি যেভাবে প্রশ্ন করবেন, আমি সেভাবেই তো উত্তর দেব। তিনি (কৃষক) যখন জিজ্ঞাসা করলেন তিনি মরতে চান, আমি এর কী উত্তর দেব? '

English summary
Karnataka Minister Asks Farmer To "Go Die", Then know what he says after that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X