For Quick Alerts
For Daily Alerts
লোকায়ুক্ত বিচারপতিকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত, ধুন্ধুমার কর্ণাটকে
কর্ণাটকে লোকায়ুক্ত বিচারপতি বিশ্বনাথ শেট্টিকে ছুরি নিয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। একটি মামলা শুনছিলেন তিনি। তার মধ্যেই নিরাপত্তা ভেদ করে যুবক ছুরি নিয়ে বার তিনেক কোপায় বিচারপতি শেট্টিকে।

আহত বিচারপতিকে আহত অবস্থায় বেঙ্গালুরুর মালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তেজস শর্মা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নামে অনেকগুলি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কর্ণাটকের পুলিশমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত বিচারপতি বিপন্মুক্ত রয়েছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

তবে ঘটনা হল, এত নিরাপত্তার মধ্যে অভিযুক্ত ছুরি নিয়ে ভিতরে ঢুকল কীভাবে? জানা গিয়েছে, লোকায়ুক্ত অফিসের মেটাল ডিটেক্টর খারাপ। সেই ফাঁক গলেই অভিযুক্ত বিচারপতির উপরে হামলা চালিয়েছে। এই ঘটনায় গাফিলতি নিয়ে সরকার তদন্তের নির্দেশ দিয়েছে।