For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহষ্পতিবার থেকে দ্বিতীয় ধাপের লকডাউন শিথিল হতে চলেছে কর্ণাটকে

বৃহষ্পতিবার থেকে দ্বিতীয় ধাপের লকডাউন শিথিল হতে চলেছে কর্ণাটকে

  • |
Google Oneindia Bengali News

বেশ কিছুদিনের টালবাহানা পর অবশেষে বৃহস্পতিবার লকডাউনের নিয়মাবলী শিথিলের সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। বেসরকারি চিকিৎসালয় থেকে ছুতোর, কলসারাই মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান থেকে মেকানিক - ছাড় পেয়ে কাজে ফিরতে পেরে খুশি প্রত্যেকেই।

বৃহষ্পতিবার থেকে দ্বিতীয় ধাপের লকডাউন শিথিল হতে চলেছে কর্ণাটকে

হটস্পটগুলির ক্ষেত্রে শিথিল নয় নিয়মাবলী

বুধবার কর্ণাটক সরকার সূত্রে খবর, হটস্পট বলে চিহ্নিত এলাকাগুলিতে লকডাউনের কোনোরকম বিধি লঘু হবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে অদরকারী ভ্রমণ, বন্ধ থাকবে সবই। ১১টি জেলায় প্রশাসনিক দপ্তর খুলতে চলেছে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার ক্ষেত্রে একত্রে ২০ জনের বেশি দাঁড়াতে পারবেন না এক জায়গায়। রাজ্যের মুখ্য সচিব টিএম বিজয় ভাস্কর জানিয়েছেন, "আইটি সংস্থাগুলিতে শুধুমাত্র অতি গুরুত্বপূর্ণ কর্মচারীরাই কাজ করতে পারবেন। বাকিদের বাড়ি বসেই কাজ করতে হবে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে হোক বা আইটি, সব ক্ষেত্রেই প্রত্যেক কর্মচারীকে পুলিশের পারমিট সঙ্গে রাখতে হবে।"


অর্থনীতির ঘুম ভাঙানোর আশায় কর্ণাটক সরকার

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী সিএন অশওয়াথ নারায়ণের মতে, "এই পদ্ধতিতে ধাপে ধাপে আমরা রাজ্যের অর্থনীতির বেহাল দশাকে সারিয়ে তুলতে পারবো আশা করি।" তিনি আরও জানান যে, "যেসকল কর্মচারীর বাড়িতে ৫ বছর ও তার কম বয়সের বাচ্ছা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের বৃদ্ধ-বৃদ্ধা আছেন, তাঁদের বাড়ি থেকে কাজ করা উচিত।" হোটেল ও পর্যটন শিল্পের সাথে যুক্ত ভিন্ন ক্ষেত্রে ও ডেলিভারি সার্ভিসগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও ক্যুরিয়ার সার্ভিস, খাদ্যসামগ্রী বাজারজাত করার সাথে যুক্ত ক্ষেত্রগুলিকে আংশিক ছাড় দিয়েছে কর্ণাটক সরকার।

লকডাউন তুললেই ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা পৌঁছে যাবে চূড়ায়, সতর্কতা জারি গবেষকদেরলকডাউন তুললেই ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা পৌঁছে যাবে চূড়ায়, সতর্কতা জারি গবেষকদের

English summary
The lockdown restrictions have been relaxed in Karnataka from Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X