For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্দল বিধায়কও সমর্থন তুলে নিলেন, কর্ণাটকে আরও বিপাকে কং-জেডিএস সরকার

আরও জটিল থেকে জটিলতর হচ্ছে কর্ণাটকের রাজ্য রাজনীতির প্রেক্ষাপট। সরকার টিকবে না পড়ে যাবে, সেই আশঙ্কার দোলাচলে দোদুল্যমান গোটা পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

আরও জটিল থেকে জটিলতর হচ্ছে কর্ণাটকের রাজ্য রাজনীতির প্রেক্ষাপট। সরকার টিকবে না পড়ে যাবে, সেই আশঙ্কার দোলাচলে দোদুল্যমান গোটা পরিস্থিতি। এরই মধ্যে কর্ণাটকের মন্ত্রী তথা ক্ষুদ্র শিল্প দফতরের মন্ত্রী এইচ নাগেশ-ও সমর্থন তুলে নিলেন কংগ্রেস-জেডিএস সরকারের ওপর থেকে। মাত্র কয়েক সপ্তাহ আগে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তবে এরই মধ্যে পদত্যাগ করে তিনি বিতর্ক উসকে দিলেন।

পদত্যাগ জমা

পদত্যাগ জমা

মুলবাগল এলাকার বিধায়ক তিনি। এই নিয়ে জোট সরকারের চোদ্দতম বিধায়ক হিসাবে সমর্থন তুলে নিলেন নাগেশ। রাজভবনে গিয়ে রাজ্যপাল বাজুভাই বালার হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে আসেন।

এই নিয়ে দ্বিতীয়বার সমর্থন প্রত্যাহার

সূত্রের খবর, নাগেশ এবার উড়ে যাবেন মুম্বই। যেখানে দশজন পদত্যাগী বিধায়ক হোটেলে রয়েছেন। তবে এর আগেও একবার জানুয়ারিতে নাগেশ জোটের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন। পরে জুন মাসে দুই নির্দল বিধায়ককেই রাজ্য মন্ত্রিসভায় স্থান দেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। নাগেশ এই প্রথমবার বিধায়ক হয়েছেন। তিনি জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডিকে শিবকুমারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

কী হবে ভবিষ্যৎ

বর্তমানে ১৪ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় জোট সরকারের পক্ষে রয়েছেন মাত্র ১০৬ জন বিধায়ক। এদিকে বিজেপির একার রয়েছে ১০৫ জন বিধায়ক। ফলে নাগেশ বিজেপিকে সমর্থন করলে বিজেপির ১০৬ জন সদস্য হয়ে যাবে। সেক্ষেত্রে সরাসরি সরকার গঠনের দাবি পেশ করতে পারে বিজেপি।

[আরও পড়ুন:'অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা কাশ্মীরিদের জন্য সমস্যা তৈরি করছে ', মেহবুবা মুফতি নয়া বিতর্কে ][আরও পড়ুন:'অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা কাশ্মীরিদের জন্য সমস্যা তৈরি করছে ', মেহবুবা মুফতি নয়া বিতর্কে ]

[আরও পড়ুন:বালাকোটে হামলার পর পাক জঙ্গিরা ঘাঁটি সরিয়ে কোন গোপন ডেরায় ঢুকছে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ][আরও পড়ুন:বালাকোটে হামলার পর পাক জঙ্গিরা ঘাঁটি সরিয়ে কোন গোপন ডেরায় ঢুকছে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ]

English summary
Karnataka independent MLA H Nagesh withdraws support from Cong-JDS govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X