For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকৃতির রুদ্ররোষে কর্নাটক, ভয়াবহ বন্যায় মৃত ৯! ঘরছাড়া ৩০ হাজারের বেশি মানুষ

প্রকৃতির রুদ্ররোষে কর্নাটক, ভয়াবহ বন্যায় মৃত ৯! ঘরছাড়া ৩০ হাজারের বেশি মানুষ

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পাশাপাশি বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে কর্ণাটকে। ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে ৯ জনের মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি নিখোঁজ আরও তিন জন। রবিবার রাজস্বমন্ত্রী আর অশোক এই তথ্য দেন। অন্যদিকে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় সাত জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

প্রকৃতির রুদ্ররোষে কর্নাটক, ভয়াবহ বন্যায় মৃত ৯! ঘরছাড়া ৩০ হাজারের বেশি মানুষ

আগামী ৩ দিন বৃষ্টিপাত চলবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসর তরফে। অন্যদিকে কর্ণাটকের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফেও এর আগেই তিন জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। ২২ জুলাই মিলেছিল প্রথম মৃত্যুর খবর। এদিকে এখনও পর্যন্ত মোট মৃতের মধ্যে চার জনেই উত্তর কান্নাডা জেলার বলে জানা যাচ্ছে। দুজন বেলগাভি জেলার বাসিন্দা।

এছড়াও চিককমলগুরু, ধরওয়াদ, এবং কোডাগু জেলা থেকে ১ জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে রাজ্যের মঝ্যে আট জায়গায় ভূমিধ্বসের খবর মিলেছে। অন্যদিকে বিপদসংকূল এলাকা থেকে ইতিমধ্যেই ৩১ হাজার ৩৬০ জনকে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ২২ হাজার ৪১৭ জন ইতিমধ্যেই সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে একটানা বৃষ্টিপাতের জেরে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কর্নাটকে ২৮৩টি গ্রাম। প্রকৃতির রুদ্ররোষে সহায় সম্বল হারিয়েছেন প্রায় ৩৭ হাজারের কাছাকাছি মানুষ। এমকতাবস্তায় দক্ষিণ কন্নড়, উদুপি, উত্তর কান্নাডা, শিমোগা, চিকমাগালুর, হাসান এবং কোডাগু জেলাতে নতুন করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে কমলা সতর্কতা জারি রয়েছে বেলগাভি ও দ্বারওয়াদ জেলায়।

English summary
Karnataka floods, 9 dead! More than 30,000 homeless people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X