For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা গ্রাসে কর্ণাটক, দৈনিক আক্রান্তের নিরিখে দিল্লির পরেই ভয়াবহ সংক্রমণ বেঙ্গালুরুতে

করোনা গ্রাসে কর্ণাটক, দৈনিক আক্রান্তের নিরিখে দিল্লির পরেই ভয়াবহ সংক্রমণ বেঙ্গালুরুতে

  • |
Google Oneindia Bengali News

সংক্রমণ কমার কোনও আভাসই পাওয়া যাচ্ছে না গোটা দেশে। এদিকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ ভারতেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রেকর্ড পরিমাণ সংক্রমণ দেখতে পাওয়া যাচ্চে কর্ণাটকেও। এদিকে প্রথমবারের জন্য বেঙ্গালুরুতে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পার করে ফেলল। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এমনকী দিল্লির পর সাম্প্রতিককালে দ্বিতীয় শহর হিসাবে এই রেকর্ড পকেটে পুরল বেঙ্গালুরু।

করোনা গ্রাসে কর্ণাটক, দৈনিক আক্রান্তের নিরিখে দিল্লির পরেই ভয়াবহ সংক্রমণ বেঙ্গালুরুতে

এদিকে গত কয়েকদিন দিল্লিতেও বেলাগাম করোনা সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে। এমনকী এপ্রিলেই একাধিক দিনে ২৫ হাজারের বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যায়। ২০ এপ্রিল তা পৌঁছায় ২৮ হাজার ৩৯৫। যা এখনও পর্যন্ত সর্বাধিক। যদিও তা ছিল দিল্লির ১১টি জেলার সম্মিলিত রেকর্ড। কিন্তু বেঙ্গালুরুর শহুরাঞ্চল একাকীই এই রেকর্ড এখন প্রায় ছুঁয়ে ফেলেছে। এদিকে সেই সঙ্গে গোটা শহরেই তীব্র আকার ধারণ করেছে অক্সিজেন সঙ্কট। ঘাটতি রয়েছে বেডেও।

করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী পার্নো, পারলেন না ভোট দিতে করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী পার্নো, পারলেন না ভোট দিতে

অন্যদিকে গোটা কর্ণাটকে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৩৯ হাজারের গণ্ডি পার করেছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৮০৪ জনয মারা গিয়েছেন ১৪৩ জন। সেখানে এখনও পর্যন্ত শুধুমাত্র বেঙ্গালুরুতেই আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ। এমনকী বর্তমান দৈনিক আক্রান্তের সিংহভাগই বেঙ্গালুরুর শহরাঞ্চলের। এদিকে এই প্রথম ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের গণ্ডি পার করে ফেলল। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৩ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ। মারা গেলেন ২ হাজার ৮০৮ জন।

English summary
karnataka in corona grip bangalore records highest corona case after delhi in terms of daily infestation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X