For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশের খুনে কর্ণাটক মন্ত্রীর আজব ঘোষণা, চারিদিকে হইচই

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের সরকার থেকে বিরোধী সব পক্ষই অত্যন্ত তৎপর। কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গ রেড্ডি এদিন ঘোষণা করেছেন যে এই হত্যাকাণ্ডের সূত্রের খোঁজ দিলেই মিলবে ১০ লক্ষ টাকা।

  • |
Google Oneindia Bengali News

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের সরকার থেকে বিরোধী সব পক্ষই অত্যন্ত তৎপর। সিদ্দারামাইয়া সরকার ইতিমধ্যে সিট গঠন করেছে। প্রয়োজনে সিবিআই তদন্তেরও কথা বলেছে। তার মধ্যেই সরকারের এক মন্ত্রীর ঘোষণায় হইচই পড়ে গিয়েছে। কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গ রেড্ডি এদিন ঘোষণা করেছেন যে এই হত্যাকাণ্ডের সূত্রের খোঁজ দিলেই মিলবে ১০ লক্ষ টাকা।

গৌরী লঙ্কেশের খুনে কর্ণাটক মন্ত্রীর আজব ঘোষণা, চারিদিকে হইচই

সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশকে মঙ্গলবার রাতে নিজের বাড়ির ফটকের সামনেই গুলি করে খুন করে পালিয়ে যায় বাইকে চেপে আসা দুষ্কৃতীদের দল। বামপন্থী মনোভাবাপন্ন গৌরী প্রথম থেকেই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সেই ঘটনাই পরোক্ষে তাঁর মৃত্যুর কারণ হল কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ঘটনার দিন বেঙ্গালুরুর গান্ধী বাজারে তাঁর অফিস থেকে রাজরাজেশ্বরী নগরে তাঁর বাড়ি পর্যন্ত গৌরীকে অনুসরণ করা হয়েছিল বলে পুলিশ মনে করছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের ভিডিও খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তের পর এটাই মনে হচ্ছে, সবকিছু পরিকল্পনা করেই গৌরীকে খুন করা হয়েছে। এবং তার প্রস্তুতি চলেছে গত একমাস ধরে।

English summary
Karnataka home minister Ramalinga Reddy announces Rs 10 lakh reward for any clue Gauri Lankesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X