For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব পরা আবশ্যিক নয়, মামলা খারিজ করে বোম্মাই সরকারের সিদ্ধান্তেই সিলমোহর কর্নাটক হাইকোর্টে

হিজাব পরা আবশ্যিক নয়, মামলা খারিজ করে বোম্মাই সরকারের সিদ্ধান্তেই সিলমোহর কর্নাটক হাইকোর্টে

Google Oneindia Bengali News

হিজাব বিতর্কে জয় কর্নাটক সরকারেরই। মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে হিজাব পরা আবশ্যিক হতে পারে না। সেকারণে হিজাব নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব মামলা খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। রায় ঘোষণার পরেই কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এবং তিনি বলেছেন আদলতের নির্দেশ মেনেই কাজ করবে তাঁর সরকার।

খারিজ সব মামলা

খারিজ সব মামলা

কর্নাটক হাইকোর্টে খারিজ হয়ে গেল হিজাব নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব মামলা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা করে কর্নাটক হাইকোর্ট। তাতে বলা হয়, হিজাব পরা কোনও ভাবেই আবশ্যিক ধর্মাচরণের মধ্যে পড়ে না। কাজেই হিজাব পরা আবশ্যিক হতে পারে না। এক কথায় কর্নাটক সরকারের হিজাব না পরার নির্দেশিকাতেই সিলমোহর দিয়েছে আদালত। রায় ঘোষণাক পরেই কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবার বোম্বাই স্বাগত জানিয়েছেন আদালতের নির্দেশকে।

সুপ্রিম কোর্টে যাচ্ছেন আবেদনকারীরা

সুপ্রিম কোর্টে যাচ্ছেন আবেদনকারীরা

কর্নাটক হাইকোর্টের হিজাব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবেদন কারীরা। মামলাকারীদের পক্ষের আইনজীবী কেভি ধনঞ্জয় জানিয়েছেন, হাইকোর্টের পুরো অর্ডার হাতে পাওয়ার পর তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। কর্নাটকের এই রায় হতাশ করেছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। প্রথম থেকেই কর্নাটক সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব ছিলেন তিনি। আসাদ উদ্দিন ওয়েইসিও কর্নাটক সরকারের হিজাব নির্দেশিকার সমালোচনা করেছিলেন।

শান্তি রক্ষার প্রতিশ্রুতি

শান্তি রক্ষার প্রতিশ্রুতি

মামলার রায় ঘোষণা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই স্বাগজ জানিয়েছিলেন কর্নাটক হাইকোর্টের নির্দেশকে। তিনি জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে কাজ করবে সরকার। রাজ্যে শান্তি রক্ষার সবরকম পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করা হবে। এদিকে হিজাব রায় ঘোষণার জন্য কর্নাটকের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুল-কলেজ সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই সরকার হিজাব নিয়ে এই নির্দেশিকা জাির করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানে ভেদাভেদ একেবারেই করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি। কারণ শিক্ষার থেকে কোনও কিছুই পড়ুয়াদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন তিনি।

 কী জানাল আদালত

কী জানাল আদালত

হিজাব কোনও ভাবােই আবশ্যিক হতে পারে না। কারণ এটা আবশ্যিক ধর্মাচরণ নয়। মামলার রায়দানের সময় এমনই জানিয়েছে কর্নাটক হাইকোর্ট। রায়দানের আগে আদালত মামলাকারীদের প্রশ্ন করেছিলেন, হিজাব কি ইসলাম ধর্মে অবশ্য পালনীয় ধর্মাচরণ? মৌলিক অধিকারের কথা ভেবেই কি স্কুল ইউনিফর্ম তৈরি করা উচিত? ৫ তারিখের যে নির্দেশিকা সরকার জারি করেছিল তাতে কি আবেদনকারীদের কথা ভাবা হয়নি? এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের পরেই আদালত এই নির্দেশ দেয় বলে জানা গিয়েছে।

English summary
Hijab case dismisses in Karnataka High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X