For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিনের আর্জি স্থগিত, ৭ই পর্যন্ত জেলেই থাকছেন আম্মা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জয়া
ব্যাঙ্গালোর, ১ অক্টোবর: ৭ অক্টোবর পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে তামিলনাড়ুর সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে। কর্নাটক হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর জামিনের আর্জি-সংক্রান্ত মামলাটি স্থগিত করে দিয়েছে। বুধবার আদালত বলেছে, দশেরার ছুটির পর কোর্ট খুললে সাধারণ বেঞ্চে এর শুনানি হবে।

দুর্নীতি মামলায় গত শনিবার দোষী সাব্যস্ত হন জয়ললিতা। তাঁকে চার বছরের কারাদণ্ড এবং ১০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই দিন রাতেই পাঠানো হয় জেলে। বুধবার তাঁর আইনজীবীরা আদালতের অবকাশকালীন বেঞ্চে মামলাটি তোলেন। জামিনের আর্জি জানান। কিন্তু বিচারপতি বলেন, মামলাটির যা গুরুত্ব, তাতে এটি সাধারণ বেঞ্চে শুনানি হওয়া বাঞ্ছনীয়। আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ অক্টোবর আদালত খুললে বরং শুনানি হোক। ফলে, জয়ললিতাকে আরও এক সপ্তাহ জেলে থাকতে হবে।

গত শনিবার থেকেই ব্যাঙ্গালোরের সন্নিকটে পরপ্পন অগ্রহার জেলে বন্দি রয়েছেন জয়ললিতা। কারাগারের ২৩ নম্বর ভিআইপি সেলে রয়েছেন তিনি।

এদিকে, আদালত এ দিন জয়ললিতাকে জামিন না দেওয়ায় কর্নাটক হাই কোর্টের বাইরে তাঁর সমর্থকরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সঙ্গে গলা মেলান জয়ললিতার আইনজীবীরাও। তামিলনাড়ুতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান এআইএডিএমকে সমর্থকরা।

English summary
Karnataka HC adjourns bail plea, Jayalalithaa to stay in jail till October 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X