For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের শাস্তি, যোগীকেই অনুসরণ বিজেপি শাসিত অপর রাজ্যের

নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া নিয়ে উত্তর প্রদেশের যোগী রাজ্যকেই অনুসরণ করতে চলেছে বিজেপি শাসিত অপর রাজ্য কর্নাটক।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া নিয়ে উত্তর প্রদেশের যোগী রাজ্যকেই অনুসরণ করতে চলেছে বিজেপি শাসিত অপর রাজ্য কর্নাটক। ১৯ ডিসেম্বর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল ম্যাঙ্গালুরুতে। সেই ঘটনায় দুজনের মৃত্যু হয়। এদিকে উত্তরপ্রদেশ সরকার বিক্ষোভকারীদের নির্দেশ দিয়েছে, সেদিন সরকারি সম্পত্তির যে ক্ষতি হয়েছে, তা মিটিয়ে দিতে।

 নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের শাস্তি, যোগীকেই অনুসরণ বিজেপি শাসিত অপর রাজ্যের

কর্নাটকের অর্থমন্ত্রী আর অশোক জানিয়েছেন, যদি বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ক্ষতি করে, তাহলে সরকার এই জাতীয় কার্যকলাপে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইন প্রণয়ন বিবেচনা করবে।

অনেকমন্ত্রী এবং বিজেপি নেতা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পাকে বলেছেন, এব্যাপারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুসরণ করতে।

উত্তর প্রদেশ সরকার সিএএ নিয়ে হিংসার ভিডিও ও ছবি চিহ্নিত করে বিক্ষোভকারীদের উদ্দেশে নোটিশ দিয়েছে। ৫০ লক্ষ টাকা মেটানোর নোটিশ দিয়েছে। না হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেয়েছে।

পর্যটনমন্ত্রী সিটি রবি বলেছেন, যেসব বিক্ষোভকারী সরকারি সম্পত্তির ক্ষতি করেছেন, তাদের গুণ্ডা আইনে নথিভুক্ত করা উচিত।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ম্যাঙ্গালুরুর দুটি পরিবারকে ৭ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

English summary
Karnataka Govt is looking to emulate UP Govt to take on CAA protesters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X