বেঙ্গালুরুর দাঙ্গা পরিকল্পিত! ক্ষতিপূরণ আদায় করা হবে দাঙ্গাকারীদের কাছ থেকে, সিদ্ধান্ত প্রশাসনের
বেঙ্গালুরু দাঙ্গা পরিকল্পিত। ইতিমধ্যেই দাঙ্গায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে দাঙ্গায় ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে দাঙ্গাকারীদের কাছ থেকেই।
রাজ্য সরকার অযোগ্য, অপদার্থ! ব্যাঙ্ক বন্ধ অজুহাত, লকডাউন তোলার আসল কারণ ফাঁস করলেন রাহুল

দাঙ্গা পরিকল্পিত
কর্নাটকের মন্ত্রী সিটি রবি জানিয়েছেন, দাঙ্গা ছিল পরিকল্পিত। সম্পত্তি ধ্বংস করতে পেট্রোল বম্ব এবং পাথর ব্যবহার করা হয়েছিল। প্রায় ৩০০-র মতো গাড়ি পোড়ানো হয়েছে। একই মত অপর মন্ত্রী পি অশোকার।

দাঙ্গাকারীদের থেকে আদায় করা হবে ক্ষতিপূরণ
মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, দাঙ্গাকারীদের থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে। এব্যাপারে উত্তরপ্রদেশের পথ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এব্যাপারে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাতে পুলকেশিনগরে দাঙ্গা
মঙ্গলবার রাতে পুলকেশিনগর বিধানসভা এলাকায় ব্যাপক গণ্ডগোল ছড়িয়ে পড়ে। এক সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে এই গণ্ডগোল বলে অভিযোগ। হামলাকারীরা কংগ্রেস বিধায়ক শ্রীনিবার মূর্তি ও তার পরিবারকে টার্গেট করেছিল। অভিযোগ বিধায়কের আত্মীয়ই সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল।

৩ জন মৃত, ৫০ জন আহত
সেইদিনের গণ্ডগোলে পুলিশের গুলিতে ৩ জনের মৃত্যু হয় এবং ৫০ জন আহত হয়েছিল। পোড়ানো হয়েছিল প্রায় ৩০০ টি গাড়ি।
