গৌরী লঙ্কেশের অসমাপ্ত কাজ কে এগিয়ে নিয়ে যাবে, বিকল্প খুঁজছে সরকার
মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকারের হয়ে কাজ করছিলেন গৌরী লঙ্কেশ। কিন্তু তাঁর পর এই কাজ কে করবে? এই নিয়ে রীতিমত ভাবতে শুরু করেছে কর্নাটক সরকার। ইতিমধ্যেই তাঁর বিকল্প খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

গৌরী লঙ্কেশের শূন্যস্থান দ্রুত পূরণ করার আর্জি জানিয়েছেন বিভিন্ন সমাজকর্মীরাও। মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরাতে গৌরীর উদ্যোগ গত তিন বছরে যথেষ্ঠ গতি পেয়েছে। সমাজকর্মীদের আশঙ্কা, গৌরীর মৃত্যুর পর সেই কাজ থমকে যেতে পারে। সেকারণেই তাঁরা দ্রুত গৌরীর বিকল্প চাইছেন।
মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে ২০১৪ সালে একটি কমিটি গঠন করেছিল কর্নাটক সরকার। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব। গৌরী লঙ্কেশ সেই কমিটিরই সদস্য ছিলেন। মূলত গৌরীর উদ্যোগেই ২০১৪ সালে নূর শ্রীধর নামে এক মাওবাদী শীর্ষ নেতা সমাজের মূল স্রোতে ফিরতে আত্মসমর্পণ করে। তার পরে পরেই আরও সাতজন অস্ত্রত্যাগ করে। আরও বেশ কয়েকজন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করতে রাজি কিন্তু গৌরীর মৃত্যু সেই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।
কমিটির সদস্যদের মতে, একইসঙ্গে সরকারও ও মাওবাদীদের আস্থাভাজন হওয়া মুখের কথা নয়, কিন্তু সেই অসাধ্য় সাধনই করেছিলেন গৌরী লঙ্কেশ। তবে গৌরীর শূন্যপদ পূরণ করার তাড়া থাকলেও সেই পদে গৌরীর মতই যোগ্য একজনকে যাতে নিয়োগ করা হয়, সরকারকেও তাও মাথায় রাখতে হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
[আরও পড়ুন: কোনও সন্দেহজনক ফোন পাননি গৌরী লঙ্কেশ, দাবি এসআইটি-র]