For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের চালে মাত মোদীর দল! ভোটের আগে বড় 'ধাক্কা'

বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার। সোমবার কর্নাটক বিধানসভায় লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা ধর্মের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার। সোমবার কর্নাটক বিধানসভায় লিঙ্গায়েত সম্প্রদায়কে আলাদা ধর্মের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রায় তিনঘণ্টা ধরে বিতর্কের পর বিধানসভায় সিদ্ধান্তে পৌঁছয় সরকার। এর আগেই অবশ্য কর্নাটক ক্যাবিনেট বিষয়টি অনুমোদন করে। কংগ্রেসের এই পদক্ষেপ রাজ্যে সামনের ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কংগ্রেসের চালে মাত মোদীর দল! ভোটের আগে বড় ধাক্কা

একদিন আগেই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে মিলিত হয়েছিল লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতারা। আলাদা ধর্ম ঘোষণা নিয়ে সরকারি কমিটির রিপোর্ট লাগু করার বিষয়ে কথা বলেন তাঁরা। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা দেওয়ার ব্যাপারেও কথা বলেন তাঁরা।

কর্নাটকের জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ এই লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত। আগে লিঙ্গায়েতরা বিজেপির সমর্থক থাকলেও, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার এই পদক্ষেপ লিঙ্গায়েতদের রাজনৈতিক আনুগত্যে বিভাজন তৈরি করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কংগ্রেসের চালে মাত মোদীর দল! ভোটের আগে বড় ধাক্কা

কর্নাটক রাজ্য সংখ্যালঘু কমিশনের তরফে হাইকোর্টের বিচারপতি এইচএন নাগমোহন দাসের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। ২ মার্চ সেই কমিটির রিপোর্ট জমা পড়ে। সেখানে লিঙ্গায়েতদের আলাদা ধর্মের মর্যাদা দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়।

বিজেপি অবশ্য কংগ্রেসের এই পদক্ষেপের সমালোচনা করেছে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছে বিজেপি। একইসঙ্গে সমাজকে দ্বিখণ্ডিত করার অভিযোগ করা হয়েছে সিদ্ধারামাইয়া সরকারের বিরুদ্ধে।

English summary
Karnataka government approves seperate religion status for Lingayat Community
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X