For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকে খুলতে চলেছে প্রথম ডিটেনশন সেন্টার

কর্নাটকে খুলতে চলেছে প্রথম ডিটেনশন সেন্টার। বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে নিরমঙ্গলায় তৈরি হয়েছে সেই ডিটেনশন সেন্টার।

Google Oneindia Bengali News

কর্নাটকে খুলতে চলেছে প্রথম ডিটেনশন সেন্টার। বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরে নিরমঙ্গলায় তৈরি হয়েছে সেই ডিটেনশন সেন্টার। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারই রামলীলা ময়দান থেকে ঘোষণা করেছিলেন ভারতে কোনও ডিটেনশন সেন্টার হবে না।

কর্নাটকে খুলছে ডিটেনশন সেন্টার

কর্নাটকে খুলছে ডিটেনশন সেন্টার

বেআইনি অনুপ্রবেশকারীেদর জন্য কর্নাটকে খুলতে চলেছে প্রথম ডিটেনশন সেন্টার। রাজ্যে সমাজ কল্যাণ দফতরের কমিশনার আরএস পেড্ডাপিয়া জানিয়েছেন, কর্নাটকে বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার তৈরি হয়ে গিয়েছে। রাজ্যের এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিকও সেকথা সুনিষ্চিত করেছেন। জানুয়ারিতেই এই ডিটেনশন সেন্টারটি রাজ্যসরকার উদ্বোধন করবে বলে জানা গিয়েছে।

 ডিটেনশন সেন্টার নিয়ে মোদীর দাবি

ডিটেনশন সেন্টার নিয়ে মোদীর দাবি

রবিবার রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দেশে কোনও ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে না। তারপরেও কর্নাটকে এই ডিটেনশন সেন্টার খোলার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। এদিকে অসম ওবং মহারাষ্ট্রেও নাকি তৈরি হচ্ছে বিশাল দুটি ডিটেনশন েসন্টার।

প্রস্তুতি শেষ

প্রস্তুতি শেষ

জানুয়ারিতে ডিটেনশন সেন্টারটি খোলার আগে কিছু শেষ মুহূর্তের কাজ চলছে সেখানে। রয়েছে ৬টি ঘর। দুটি ওয়াচ টাওয়ার। একটি রান্নাঘর। ২৪ জন থাকাতে পারবে এমন ব্যবস্থা রয়েছে সেখানে। কয়েকদিন আগে কর্নাটকে ১৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সেখানে রাখা হবে কিনা সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

প্রতীকী ছবি

English summary
Karnataka going to open first detaintion Center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X