For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক ভোটের ফলাফলের দারুণ প্রভাব শেয়ার বাজারে, দেখুন কী অবস্থা সেনসেক্সের

আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কোন দল বিজয়ী হয়ে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কোন দল বিজয়ী হয়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল বড় প্রভাব ফেলবে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কেমন ফলাফল করে তার উপরে সেনসেক্সের নড়াচড়া নির্ভর করবে।

কর্ণাটক ভোটের ফলাফলের দারুণ প্রভাব শেয়ার বাজারে

[আরও পড়ুন: একক দক্ষতায় কর্ণাটকে সরকার গঠনের পথে ইয়েদুরাপ্পার বিজেপি][আরও পড়ুন: একক দক্ষতায় কর্ণাটকে সরকার গঠনের পথে ইয়েদুরাপ্পার বিজেপি]

কর্ণাটকে নরেন্দ্র মোদী জোর প্রচার করেছেন। অমিক শাহ-ও জোর প্রচার করেছেন। ফলে বিজেপি কেমন ফল করে তার উপরে সেনসেক্স ও নিফটির ওঠানামা নির্ভর করবে।

গত শনিবার কর্ণাটকে এক দফায় ২২৪টি আসনের মধ্যে ২২টিতে ভোট হয়েছে। ভোটের ফলাফল বেরনোর আগেই মুদ্রাস্ফীতির হার এপ্রিলে বেড়ে ৪.৫৮ শতাংশে পৌঁছে গিয়েছে বলে সামনে এসেছে। এর মধ্যে আগামী জুন মাসের ৬ তারিখ রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণমূলক বৈঠক রয়েছে। সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এই সবমিলিয়ে সেনসেক্সে প্রভাব ফেলবে।

এদিন কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি আসনের দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ায় সেনসেক্স ৪২৫ পয়েন্ট উপরে উঠে গিয়েছে। এই মুহূর্তে প্রায় ৩৬ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে সেনসেক্স। নিফটিও অনেকটা বেড়ে প্রায় ১১ হাজারের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে।

[আরও পড়ুন: উচ্ছাস শুরু বেঙ্গালুরুর বিজেপি পার্টি অফিসে! কন্নড়ভূমে উড়ছে গেরুয়া নিশান ][আরও পড়ুন: উচ্ছাস শুরু বেঙ্গালুরুর বিজেপি পার্টি অফিসে! কন্নড়ভূমে উড়ছে গেরুয়া নিশান ]

English summary
Karnataka Election Results 2018 : Sensex, Nifty surges as BJP much ahead of Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X