For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসমর্থন বেশি পেয়েও কর্ণাটকে জামানত জব্দ কংগ্রেসের, জেনে নিন চমকে দেওয়া পরিসংখ্যান

সবচেয়ে যেটা আশ্চর্যের তা হল, ভোট শেয়ারে বিজেপিকে পিছনে ফেললেও কংগ্রেস আসন সংখ্যায় অনেক পিছিয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে। একশোর বেশি আসনে বিজেপি জিতছে বা এগিয়ে রয়েছে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়কে পারবে কিনা তা সময়ই বলবে, তবে কংগ্রেসের পতন ঘণ্টা যে বেজে গিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

জনসমর্থন বেশি পেয়েও কর্ণাটকে জামানত জব্দ কংগ্রেসের

সবচেয়ে যেটা আশ্চর্যের তা হল, ভোট শেয়ারে বিজেপিকে পিছনে ফেললেও কংগ্রেস আসন সংখ্যায় অনেক পিছিয়ে গিয়েছে। মাত্র ৭৪টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে। এদিকে জেডিএস ৩৯টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে।

ভোট শেয়ারের দিক থেকে দেখলে দেখা যাবে, বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস। বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে ভোট শেয়ারে। কংগ্রেস যেখানে ৩৭.৯ শতাংশ ভোট পেয়েছে, সেখানে বিজেপি পেয়েছে৩৬.৫ শতাংশ ভোট। আর জেডিএস পেয়েছে ১৮ শতাংশ ভোট।

অন্য দলগুলিও কিছু কিছু করে ভোট পেয়েছে। যেমন আইএনডি ৩.৯ শতাংশ ভোট পেয়েছে। বিএসপি পেয়েছে ০.৩ শতাংশ ভোট। এআইএমইপি, বিপিজেপি, স্বরাজ পার্টিও ০.৩ শতাংশ করে ভোট পেয়েছে। এছাড়া সিপিএম পেয়েছে ০.২ শতাংশ ভোট। এবং নোটায় ভোট পড়েছে ০.৯ শতাংশ ভোট।

কংগ্রেস আপাতত ১১৪৬১৬৯৪টি ভোট পেয়েছে। এদিকে বিজেপি পেয়েছে ১১০২৩৬০২টি ভোট। অর্থাৎ সাড়ে ৪ লক্ষের বেশি ভোটে কংগ্রেস বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে।

English summary
Karnataka Election Results 2018 : Congress losses after getting more vote share than BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X