For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের এক মন্ত্রীকে ভর্ৎসনা করেছিলেন সীতারামণ, বদলা নিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণকে ভালমতোই ঠুকলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। শুক্রবার কর্ণাটকের কুদাগু-তে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেম সীতারামণ।

Google Oneindia Bengali News

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণকে ভালমতোই ঠুকলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। শুক্রবার কর্ণাটকের কুদাগু-তে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেম সীতারামণ। সেখানেই তিনি প্রেস কনফারেন্সের মধ্যেই কর্ণাটকের মন্ত্রী সারা রা রমেশের উপরে ক্ষোভ উগরে দেন। তীব্রভাষায় তাঁকে ভর্ৎসনাও করেন। এই বিষয়টি ভালভাবে মেনে নিতে পারেননি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। টুইটারে এই নিয়ে শনিবার রীতিমতো ঠোকেন প্রতিরক্ষামন্ত্রীকে।

ইট মেরেছিলেন সীতারামন, বিনিময়ে পাটকেল খেলেন

কুদাগু-র বন্যা পরিস্থিতির উপরে নজর রাখতে দিন কয়েক ধরেই সেখানে পড়ে আছেন সারা রা মহেশ। শুক্রবার সীতারামণের দীর্ঘ প্রেসকনফারেন্সকে তিনি তাড়াতাড়ি শেষ করতে বলেন। কারণ, প্রেস কনফারেন্স শেষ না হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসা যাচ্ছিল না। বৈঠকে ত্রাণ ও উদ্ধার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। কর্ণাটকের মন্ত্রী সারা রা মহেশের পরামর্শে তেলে বেগুনে জ্বলে ওঠেন সীতারামণ। তিনি প্রেস কনফারেন্সের মধ্যেই বলে বসেন 'আমি মিনিটে মিনিটে প্রোগাম করে বেড়াচ্ছি, মিনিস্টার, যদি অফিসিয়ালরা গুরুত্বপূর্ণ হন তাহলে আমার কাছে আমার পরিবারও গুরুত্বপূর্ণ, এক জন কেন্দ্রীয় মন্ত্রী এখানে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অনুসরণ করে চলবে, অবিশ্বাস্য!'

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর টুইটারে সীতারামণের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। একটি টুইটে তিনি জানিয়েছেন, 'যে ভাবে আপনি আমার সহকর্মীকে যে ভাবে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন তা প্রত্যক্ষ করাটা খুবই হতাশাজনক।'

জিপরমেশ্বর আরও জানিয়ে লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের মন্ত্রীরা কোদাগু-র প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাকে সরেজমিনে পরিদর্শন করছেন এবং দুর্গত উদ্ধার ও ত্রাণের কাজ দেখভাল করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিতভাবে এই কাজ করছেন তারা। সুতরাং, এই পরিস্থিতিতে তাঁরা যদি আপনাকে সৌজন্য দেখায় তাহলে আপনারও উচিত তাঁদের সৌজন্য দেখানো।'

সেইসঙ্গে সীতারামণ-এর আচরণ নিয়েও কটাক্ষ করেছেন। সেইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে সীতারামণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসেছেন মানে এই নয় যে তিনি কর্ণাটকের মন্ত্রীদের বস। জি পরমেশ্বর তাঁর টুইটার পোস্টে লিখেছেন, 'রাজ্য সরকার সংবিধান থেকে ক্ষমতা পায়, কেন্দ্র থেকে নয়-- আমরা কোনওভাবেই কেন্দ্রের অধীনস্থ নই। আমরা পার্টনার।'

কর্ণাটক থেকে রাজ্যসভার সাংসদ পদে প্রতিনিধিত্ব করছেন সীতারামণ। শুক্রবার তিনি কোদাগু-তে বন্যা পরিদর্শনের সঙ্গে সঙ্গে আরএসএস দ্বারা পরিচালিত সেবাভারতী ক্যাম্পও-এ যান। কোদাগু-র জন্য ১ কোটি টাকা এমপিল্যাড ফান্ড থেকে মঞ্জুর করেছেন সীতারামণ। জি পরমেশ্বর কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণেরও অভিযোগ করেছেন। তিনি বলেছেন, কোদাগু-র বন্যা দুর্গতদের জন্য কোনও অর্থই এখনও পর্যন্ত মঞ্জুর করেনি কেন্দ্র।

জানা গিয়েছে, শুক্রবার কোদাগু-তে অবসারপ্রাপ্ত এক সেনা জওয়ানের সঙ্গে বন্যা দুর্গতি নিয়ে কথা বলছিলেন সীতারামণ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সে সময় বলেন এই আলাপচারিতা তাড়াতাড়ি শেষ করলে প্রশাসনের সঙ্গে বৈঠকটা শুরু করা যাবে। সীতারামণ পাল্টা উত্তর দিয়ে জানিয়েছিলেন তিনি তাঁর সেনা পরিবারের সঙ্গে কথা বলছেন। যদিও, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সীতারামণ স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে যান।

English summary
Defense Minister Nirmala Sitaraman openly blasted Karnataka Minister Sa Ra Mahesh. As a result Karnataka's Deputy Chief Minister hits back Defense Minister on Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X