For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক: মুখ্যমন্ত্রীর সই জাল করে ইস্তফাপত্র পেশ, বিতর্কিত ভিডিও ঘিরে কান্না! বিধানসভা তপ্ত

হাইভোল্টেজ রাজনৈতিক নাটকীয়তার চরম নির্দশন দেখা যাচ্ছে কর্ণাটকের বিধানসভায়। গত এক সপ্তাহ ধরে কন্নড় বিধানসভায় অচলাবস্থা।

  • |
Google Oneindia Bengali News

হাইভোল্টেজ রাজনৈতিক নাটকীয়তার চরম নির্দশন দেখা যাচ্ছে কর্ণাটকের বিধানসভায়। গত এক সপ্তাহ ধরে কন্নড় বিধানসভায় অচলাবস্থা। বিজেপি আর জেডিএস-কংগ্রেস জোটের দড়িটানাটানির মধ্যে সেরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আস্থা ভোটের দিনক্ষণও ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কর্ণাটক বিধানসভার অধিবেশন শুরু হতেই একের পর এক নাটকীয় ছবি উঠে আসতে থাকে।

সমকামী ভিডিও ঘিরে তুমুল নাটকীয়তা

সমকামী ভিডিও ঘিরে তুমুল নাটকীয়তা

গোটা দক্ষিণী রাজনীতির নজর যখন ছিল কর্ণাটকের আস্থা ভোটের দিকে, তখন কন্নড় বিধানসভার অধিবেশন শুরু হতেই একের পর এক নাটকীয় মোড় নেওয়া শুরু হয়ে যায়। বিজেপি বিধায়ক লিম্বাভলির এক সমকামী ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। আর সেই প্রসঙ্গ তুলে বিধায়ক দাবি করেন, এটা বিরোধীদের চক্রান্ত নাকি তাঁর নিজের পার্টি বিজেপির সদস্যরা এর নেপথ্যে রয়েছেন তার তদন্ত হোক। এদিন চোখের জল আটকে রাখতে পারেননি লিম্বাভালি। ঘটনা ঘিরে তুমুল নাটকীয়তার মোড় নেয় কর্ণাটক বিধানসভার কক্ষ।

মুখ্যমন্ত্রীর সই জাল করে ইস্তফাপত্র!


কন্নড় রাজনীতি নিয়ে যখন তুমুল ডামাডোল কর্ণাটক বিধানসভার কক্ষে, তখন মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেন, তাঁর স্বাক্ষর জাল করে কেউ ইস্তফাপত্র তাঁর নামে পেশ করে দিয়েছেন । ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এইচ ডি কুমারস্বামী সাফ জানান, তিনি কোনও ইস্তফা এখনও পর্যন্ত দেননি।

 আস্থাভোট আজ

আস্থাভোট আজ

দীর্ঘ টানাপোড়েন, আর নাটকীয়তার পর শেষমেশ মঙ্গলবারই কর্ণাটক বিধানসভায় আস্থাভোটের দিনক্ষণ স্থির হয়। এরমধ্যে বিক্ষুব্ধ বিধায়করা স্পিকারের সঙ্গে দেখা করার জন্য একমাসের মতো সময় চেয়েছেন। ফলে কন্নড়ভূমের রাজনৈতিক গতিবিধি কোনপথে এগিয়ে যায়,সেদিকে নজর এখন সমস্ত মহলের।

English summary
Karnataka Crisis,forged letter of CM ro BJP MLA's controversial video came into light.saga of Karnataka political crisis took another dramatic turn on Monday evening. A resignation letter, which was seen kept at Chief Minister HD Kumaraswamy's bench in Vidhana Soudha, has stirred a fresh controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X