কর্নাটকে জেডিএস-এর 'অফার'! মিথ্যা গুজব বলে ওড়াল কংগ্রেস
আস্থাভোটের মধ্যেই পরবর্তী সরকার গঠনের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে পরবর্তী সরকার ইয়েদুরাপ্পা না সিদ্দারামাইয়া তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর মধ্যেই অবশ্য কংগ্রেসের তরফে জেডিএস-এর প্রস্তাব প্রচারিত হয়েছে, তাকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসকে দেওয়া জেডিএস-এর প্রস্তাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এসম্পর্কিত খবরে জানা গিয়েছিল জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেসের সিদ্দারামাইয়া, জি পরমেশ্বর কিংবা ট্রাবল শুটার ডিকে শিবকুমারের নাম উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, জনতাদল সেকুলারের চারজন নেতা রবিবার সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করেছিলেন। সেখানেই তাঁকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়। তবে এই প্রস্তাব এবারই প্রথম নয়। এমাসে জোট সরকার সংকটে পড়ার পর এনিয়ে দ্বিতীয়বার এইধরনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
Dinesh Gundu Rao, Congress on being asked 'there is a rumour that Janata Dal (Secular) party has approached Siddaramaiah for Chief Minister's post': These are all false rumors, there is no such proposal. #Karnataka pic.twitter.com/yHru0LqfjJ
— ANI (@ANI) July 21, 2019
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে একবার কর্নাটকের দায়িত্ব সামলানো সিদ্দারামাইয়া সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আস্থা ভোটে সরকারকে কীভাবে বাঁচানো যায়, সেকথা চিন্তা করার পরামর্শ তিনি দেন বলে জানা গিয়েছে।
এদিকে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া নিয়ে কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ রাও গুণ্ডু বলেছেন, বিষয়টি মিথ্যা গুজব। এমন কোনও প্রস্তাব কংগ্রেস পায়নি বলেও জানিয়ে দেন তিনি। এরপরেই তিনি বিষয়টিকে ঘুরিয়ে দেন আস্থাভোটের দিকে।