For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটমোচনে সেই ডিকে শিবকুমার! নেতা জানালেন কৌশলের কথা

দলের খারাপ সময়ে নিজের কৃতিত্ব দেখিয়েছেন কর্নাটকের জলসম্পদ মন্ত্রী ডিকে শিবকুমার। এবারও সংকটে তাঁকে দায়িত্ব দিল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

দলের খারাপ সময়ে নিজের কৃতিত্ব দেখিয়েছেন কর্নাটকের জলসম্পদ মন্ত্রী ডিকে শিবকুমার। এবারও সংকটে তাঁকে দায়িত্ব দিল কংগ্রেস। তিন কংগ্রেস বিধায়ক যে মুম্বইতে বিজেপির খপ্পরে পড়েছেন তা সর্বপ্রথম প্রকাশ্যে আনেন ডিকে শিবকুমারই। এবার তাঁদের মনোভাবের পরিবর্তন করে রাজ্যে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকেই।

সংকটমোচনে সেই ডিকে শিবকুমার! নেতা জানালেন কৌশলের কথা

কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধাকে মুম্বই পাঠানো হয়েছে। যদিও সরকারি কাজেই যাচ্ছেন তিনি। ঔরঙ্গাবাদে নাইনথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাইক্রো ইরিগেশন ফর মডার্ন এগ্রিকালচার-এর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এই ট্রাবলশুটার।

এদিনের বিকেলের বিমানে দেশের বাণিজ্য রাজধানীতে যাচ্ছে ডিকে শিবকুমার। সেখানে রাত্রিবাস করবেন। কেননা ঔরঙ্গাবাদের অনুষ্ঠান ১৬ ও ১৭ জানুয়ারি। ১৭ জানুয়ারি রাতে মন্ত্রীর বেঙ্গালুরুতে ফেরার কথা রয়েছে।

রবিবার ডিকে শিবকুমার জানান, তাঁর কাছে খবর রয়েছে নিজের দলের ৩ বিধায়ক মুম্বইয়ে রয়েছেন। এরপরেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করে কংগ্রেস।

এই আগেও প্রায় একই রকমের পরিস্থিতি সামলেছেন একাধিকবার। দল তাঁকে বিশ্বাস করেই দায়িত্ব দিয়েছিল। নিরাশ করেন ডিকে শিবকুমার। এবার সংকট মুক্ত করতে ডিকে শিবকুমারের ডাক পড়েছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে, শিবকুমার বলেন, তাঁর দলেরও নিশ্চয় কিছু কৌশল রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের তরফে শিবকুমারকে দলীয় বিধায়কদের ফেরত আনার দায়িত্ব দেওয়া হয়নি।

রাজ্যের এক কংগ্রেস নেতা জানিয়েছেন, এই কাজ তারা করছেন না। কারণ বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যাই নেই। তবে শিবকুমার পরিস্থিতি অনুযায়ী বিধায়কদের ওপর নজর রাখছেন।

English summary
Karnataka Congress Minister DK Shivkumar off to Mumbai with tricks up his sleeve
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X