For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুসলিমরা হাত মেলাক বিজেপির সঙ্গে' আর্জি জানিয়ে বিতর্কে কর্ণাটকের কংগ্রেস নেতা

এক্সিট পোলে কংগ্রেস সহ বিরোধীরা কম নম্বর পেতেই নানা জায়গায় বিরোধী শিবিরে ফাটল ধরতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন লমীক্ষক সংস্থার এক্সিট পোলে কংগ্রেস সহ বিরোধীরা কম নম্বর পেতেই নানা জায়গায় বিরোধী শিবিরে ফাটল ধরতে শুরু করেছে। কর্ণাটকে বিজেপি দারুণ ফল করবে বলে মনে করা হচ্ছে। যা দেখে সিনিয়র কংগ্রেস নেতা রোশন বেগ নিজের দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি একইসঙ্গে বলেছেন, এনডিএ ক্ষমতায় ফিরলে পরিস্থিতির সঙ্গে আপোস করে মুসলিমদের উচিত বিজেপিতে যোগ দেওয়া।

বেগ বলেছেন, যদি এনডিএ ক্ষমতায় ফেরে, তাহলে আমি মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে, পরিস্থিতির সঙ্গে আপোস করে বিজেপিতে যোগ দিতে।

বেগের কটাক্ষ, কংগ্রেস কর্ণাটকে মুসলমানদের মাত্র একটি আসন দিয়েছে। প্রয়োজন পড়লে তিনি আগামিদিনে কংগ্রেস ছাড়বেন বলেও হুমকি দিয়েছেন। তাঁর কথায়, আমরা সম্মান নিয়ে বাঁচি। সম্মান না পেলে সেখানে থাকি কি করে। যারা ভালোবেসে ডাকবে, তাঁদের পাশে গিয়ে বসব।

কর্ণাটকের শিবাজিনগরের বিধায়ক তথা কংগ্রেস-জেডিএস জোট সরকারের মন্ত্রী রোশন বেগ কংগ্রেস প্রদেশ সভাপতি গুন্ডু রাও ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও কংগ্রেস নেতা কেসি বেণুগোপালকে কটাক্ষ করেছেন। দলের খারাপ ফলের জন্য তাঁদের কাঠগড়ায় চাপিয়েছেন।

English summary
Karnataka Congress leader Roshan Baig appeals Muslims to 'join hands' with BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X