For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবককে বেধড়ক মার, অভিযোগের একরাতের মধ্যে নেতাকে বহিষ্কার করল রাহুলের দল

ভোট বড় বালাই। অভিযোগ ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিল কর্নাটক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ ওঠার এক রাতের মধ্যেই কংগ্রেস বিধায়কের অভিযুক্ত পুত্রকে ৬ বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

ভোট বড় বালাই। অভিযোগ ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিল কর্নাটক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ ওঠার এক রাতের মধ্যেই কংগ্রেস বিধায়কের অভিযুক্ত পুত্রকে ৬ বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস।

যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, নেতাকে বহিষ্কার করল রাহুলের দল

বেঙ্গালুরুর রেস্টুরেন্টে যুবকের ওপর হামলার ঘটনায় কংগ্রেস বিধায়ক এনএ হ্যারিশের পুত্র তথা ব্যাঙ্গালোর যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ নালাপদকে বহিষ্কার করল রাজ্য কংগ্রেস। শনিবার রাতের এই হামলার ঘটনায় মহম্মদ নালাপদের আরও দশ বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সূত্রের খবর, ডলার কলোনির বাসিন্দা বিদ্যাৎ ইউবি শহরের রেস্টুরেন্টে ডিনারের জন্য গিয়েছিলেন। রাত সাড়ে এগারোটা নাগাদ সেই রেস্টুরেন্টে ঢোকেন মহম্মদ নালাপাদ-সহ এগারোজন। এক পায়ে প্লাস্টার থাকায় স্বাভাবিকের থেকে একটু অন্যভাবে বসেছিলেন বিদ্যাৎ। কিন্তু নালাপাদ ওই যুবককে ঠিক করে বসতে বলেন।

এই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। নালাপাদ এবং তার বন্ধুরা বিদ্যাৎকে ব্যাপক মারধর করে। স্থানীয় মাল্য হাসপাতালে ছুটে যান ওই যুবক। এই সময় ওই যুবকের পিছু নিয়ে ফের একবার তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বিদ্যাতের ভাইয়ের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।

রাতে হাসপাতালে যান বিধায়ক এনএ হ্যারিশ। বিরোধী বিজেপি এবং জনতা দল সেকুলার অভিযোগ তোলে, বিধায়ক ঘটনাটিকে ধামা চাপা দিতে চাইছেন।

রবিবার হ্যারিশ দাবি করেন, ছেলে সম্পর্কে তিনি কিছুই জানেন না। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেও বর্ণনা করেন তিনি। অভিযোগকারী ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক হ্যারিশ। নালাপাদ কোথায় তিনি জানেন না বলে দাবি করেন হ্যারিশ। তাঁর ফোনের সুইচও বন্ধ। আইন আনের পথে চলবে বলেও জানিয়েদেন তিনি।

নির্বাচনের বছরে এই ঘটনা জেরে বিপাকে পড়ে কংগ্রেস নেতৃত্বাধীন কর্নাটক সরকার। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া টুইট বার্তায় জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

English summary
Karnataka Congress expelled MLA's son and youth congress leader for alleged attack on youth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X