For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পকোড়া খেয়ে তেরঙায় মুখ মুছলেন মুখ্যমন্ত্রী! ভাইরাল হল ভিডিও

নানা সময়ে সংবাদমাধ্যম এমনকী রাজ্যবাসীকেও বিতর্কিত কথা বলে বিতর্কে জড়িয়েছেন সিদ্দারামাইয়া। এবার তাকে দেখা গিয়েছে অন্য ভূমিকায়। তবে সেটা আরও বেশি বিতর্কিত।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে এগিয়ে আসছে ভোটের দিন। বিজেপি-কংগ্রেসের লড়াই তত তীব্র হচ্ছে সন্দেহ নেই। এই একমাত্র কংগ্রেস শাসিত বড় রাজ্য রয়েছে দেশে। সেটা হাতাতে পারলেই প্রায় গোটা দেশে ছেয়ে যাবে গেরুয়া রঙে। তবে ভোটের আগের যা হাল হকিকত তাতে কিছুটা পিছিয়ে পড়লেও গত কয়েকমাসে অনেকটে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির। রাজ্যে পরিবর্তনের হাওয়ায় বেগ নেই। ফলে সিদ্দারামাইয়া সরকারের থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

পকোড়া খেয়ে তেরঙায় মুখ মুছলেন মুখ্যমন্ত্রী! ভাইরাল ভিডিও

তবে সিদ্দারামাইয়াকে নিয়ে বিতর্কও কিছু কম নেই। নানা সময়ে সংবাদমাধ্যম এমনকী রাজ্যবাসীকেও বিতর্কিত কথা বলে বিতর্কে জড়িয়েছেন সিদ্দারামাইয়া। এবার তাকে দেখা গিয়েছে অন্য ভূমিকায়। তবে সেটা আরও বেশি বিতর্কিত।

ভাইরাল ভিডিও

কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে গিয়ে তিনি গলায় পেঁচানো জাতীয় পতাকায় মুখ মুছছেন। তেরঙা পতাকাটি কংগ্রেস দলের পতাকার আদলে তৈরি উত্তরীয় নাকি জাতীয় পতাকা তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ভিডিওটি যিনি পোস্ট করেছেন তাঁর বা তাদের দাবি জাতীয় পতাকায় সিদ্দারামাইয়া মুখ মুছেছেন।

জাতীয় হোক বা দলীয়, যেকোনও পতাকায় মুখ মোছাই গর্হিত কাজ। ভিডিওটি গতবছরের নভেম্বর মাসে তোলা। সেইসময়ে ভিডিওটি পোস্ট হয়। পরে ফের ইউটিউবে সেটা পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। ভোটের বাজারে এই ভিডিও দিয়েই যে বিরোধীরা কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুণ্ডপাত করবেন তা বলাই বাহুল্য।

English summary
Karnataka CM Siddaramaiah use tricolor as napkin, spraks controversy, old video goes viral in poll bound state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X