For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়-অসমের পর এবার সীমানা সংঘাত চরমে কর্নাটক-মহারাষ্ট্রের, সুপ্রিম শুনানির আগেই দিল্লিতে বোম্মাই

মেঘালয়-অসমের পর এবার সীমানা সংঘাত চরমে কর্নাটক-মহারাষ্ট্রের, সুপ্রিম শুনানির আগেই দিল্লিতে বোম্মাই

Google Oneindia Bengali News

সীমানা নিয়ে দড়ি টানাটানি চলছে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র এবং কর্নাটকের মধ্যে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেই বিবাদ। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। তার আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন কর্নাটকের মুখথ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। সূত্রের খবর তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে এই মামলা নিয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। বৈঠক করার কথা রয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির সঙ্গে।

সীমানা সংঘাত কর্নাটক-মহারাষ্ট্রের

সীমানা সংঘাত কর্নাটক-মহারাষ্ট্রের

কর্নাটক এবং মহারাষ্ট্র দুটিই বিজেিপ শাসিত রাজ্য। কিন্তু তারপরেও সীমানা নিেয় দুই রাজ্যের মধ্যে সংঘাত তুঙ্গে। বিরোধ এতটাই যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এদিকে তার আগেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কর্নাটক সরকার। আজই দিল্লিতে পৌঁছে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। সূত্রের খবর সেখানে তিনি আগামীকালে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। বৈঠক করার কথা রয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগীর সঙ্গেও। এমনকী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

কর্নাটকের বিরুদ্ধে কী অভিযোগ

কর্নাটকের বিরুদ্ধে কী অভিযোগ

শিবসেনা আগাড়ি সরকার থাকার সময় থেকেই মহারাষ্ট্রের সঙ্গে সীমানা নিয়ে সংঘাত চলছে কর্নাটকের। অভিযোদ মহারাষ্ট্রের বেশ কিছুটা এলাকা নিজের বলে দাবি করে চলেছে কর্নাটক। তাতেই প্রবল আপত্তি জানিয়েছে মহারাষ্ট্র সরকার। বালাগভি সহ একাধিক জায়গায় মারাঠি ভাষাভাষীদের বসবাস। সেই এলাকাগুলি ১৯৬০ সালে এক প্রকার জোর করেই কর্নাটককে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই এলাকা মহারাষ্ট্র নিজের বলে দাবি করতে শুরু করেছে।

 কোন পথে হাঁটছে মহারাষ্ট্র

কোন পথে হাঁটছে মহারাষ্ট্র

কর্নাটকের মুখ্যমন্ত্রী একদিকে যেমন সরাসরি দিল্লিতে হাজির হয়েছেন। তেমনই প্রস্তুতি নিতে পিছিয়ে নেই মহারাষ্ট্র সরকারও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাবড় আইনজীবীদের নিয়োগ করেছেন মামলার জন্য। মহারাষ্ট্র সরকার অভিযোগ করেছেন জোর করে মহারাষ্ট্রের জমি দখল করে রেখেছে কর্নাটকর। তাঁদের দাবি একেবারেই বৈধ নয় বলে দাবি করেছে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে আবার কর্নাটক সরকারের অভিযোগ ভোট রাজনীতির জন্য সীমানা সমস্যাকে ব্যবহার করছে মহারাষ্ট্রের বিরোধীরা।

কি বলছেন শিণ্ডে

কি বলছেন শিণ্ডে

এদিকে একনাথ শিণ্ডে দাবি করেছেন, কর্নাটক সরকার যাই বলুন না কেন শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে সবসময় বালাগভিকে মহারাষ্ট্রের অংশ বলেই মনে করতেন। কাজেই কর্নাটক যতই দাবি করুক বালাগভি আসলে মহারাষ্ট্রেরই অংশ। বর্তমান শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও শিণ্ডের এই দাবিকে সমর্থন করেন। রাজনৈতিক ভাবে শিণ্ডে এবং উদ্ধবের বিরোধ থাকলেও মহারাষ্ট্রের জমি নিয়ে কিন্তু দুই মারাঠাই এক সুরে কথা বলছেন।

কাশ্মীর ফাইলস বিতর্কিত মন্তব্য IFFI জুরির, অনুপম খেরের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেলকাশ্মীর ফাইলস বিতর্কিত মন্তব্য IFFI জুরির, অনুপম খেরের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেল

English summary
Supreme Court hearing over Maharashtra and Karnataka Border dispute case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X