For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙল অতীতের সমস্ত রেকর্ড, বেঙ্গালুরুতে চলতি বছর ১,৭৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে

ভাঙল অতীতের সমস্ত রেকর্ড, বেঙ্গালুরুতে চলতি বছর ১,৭৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, চলতি বছর বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত ১,৭৪০মিমি বৃষ্টিপাত হয়েছে। এর আগে বেঙ্গালুরুতে সর্বোচ্চ পরিপাতের পরিমাণ ছিল ১৬৯৬ মিমি। ২০১৭ সালে এই রেকর্ড হয়েছিল।

বেঙ্গালুরুতে রেকর্ড পরিমাণ বৃষ্টি

বেঙ্গালুরুতে রেকর্ড পরিমাণ বৃষ্টি

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৮.৩০ পর্যন্ত ১৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছর বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ১,৭৪০ মিমি। বেঙ্গালুরুতে ইতিহাসে সব থেকে আর্দ্র বছর ২০২২ সাল। এর আগে ২০১৭ সালে ১,৬৯৬ মিমি বৃষ্টি হয়েছে। সেই রেকর্ডের থেকে চলতি বছর অনেকটাই বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুম ভবনের টুইটারে ১০ বছরের রেকর্ড বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, ২০১৭ সালে ১৬৯৬ মিমি, ২০০৫ সালে ১৬০৮.৫ মিমি, ২০২১ সালে ১৫১০.৫ মিমি, ১৯৯৮ সালে ১৪৩১.৮ মিমি, ১৯১৬ সালে ১৩৪৮ মিমি, ১৯৯১ সালে ১৩৩৮.৫ মিমি, ১৯০৩ সালে ১৩০১.৩ মিমি, ২০০৮ সালে ১২৮৬ মিমি, ১৯৫৮ সালে ১২৮৩.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে।

বাণিজ্য শহরে বন্যা পরিস্থিতি

বাণিজ্য শহরে বন্যা পরিস্থিতি

চলতি বছর প্রবল বৃষ্টির জেরে বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। বেঙ্গালুরুর অধিকাংশ অঞ্চল জলের তলায় চলে গিয়েছিল। একাধিক বহুতলে জল প্রবেশ করে। বেঙ্গালুরু সহ কর্ণাটক রাজ্যের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণাটক সরকার ৩০০ কোটি টাকা বরাদ্দ করে। টনি আইটি হাব সহ আইটি রিংয়ের বেশিরভাগ অংশ প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গারুর রাস্তায় নামে নৌকা। কখনও ট্রাক্টরে তো কখনও নৌকায় অফিস যাত্রীদের দেখতে পাওয়া যায়।

পানীয় জলের সমস্যা

পানীয় জলের সমস্যা

বেঙ্গালুরুর বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে যাওয়ার ফলে পানীয় জলের সমস্যা দেখতে পাওয়া যায়। শহরের পানীয় জলের জন্য উত্তোলনকারী পাম্পিং স্টেশনটি জলে ডুবে যাওয়ার কারণে শহরের বিস্তৃর্ণ অঞ্চলে একাধিক দিন পানীয় জলের সমস্যা দেখা দেয়। বেঙ্গালুরুর অন্তত ৫০টি জায়গার বাসিন্দারা কমপক্ষে দুদিন পানীয় জলের সরবরাহ থেকে বিচ্ছিন্ন ছিলেন।

ক্ষুব্ধ সাধারণ মানুষ

ক্ষুব্ধ সাধারণ মানুষ

সাধারণ মানুষ কর্ণাটক প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে দেয়। কর্ণাটক সরকারের তরফে দায় এড়িয়ে যাওয়া হয়। কর্ণাটক প্রশাসনের পাল্টা অভিযোগ করা হয়, পূর্ববর্তী কংগ্রেস সরকার শহরের ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কর্ণাটকের বিজেপি সরকার স্বীকার করে নেয়, গত কয়েকবছরের তুলনায় চলতি বছর রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে।

মহাকাশে বিপজ্জনকভাবে ঘুরছে একটি গ্রহাণু, পৃথিবী কি ফের বিপদের সম্মুখীনমহাকাশে বিপজ্জনকভাবে ঘুরছে একটি গ্রহাণু, পৃথিবী কি ফের বিপদের সম্মুখীন

English summary
Bengaluru has broken the record for the wettest year in history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X