For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফের শুরু হবে কাজ, থেকে যান', পরিযায়ী শ্রমিকদের আবেদন জানিয়ে ট্রেন বাতিল কর্নাটকে

'ফের শুরু হবে কাজ, থেকে যান', পরিযায়ী শ্রমিকদের আবেদন জানিয়ে ট্রেন বাতিল কর্নাটকে

Google Oneindia Bengali News

শীঘ্রই শুরু হবে কাজ। এখন ফিরবেন না। এমনই অনুরোধ জানিয়ে পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাতিল করল কর্নাটক সরকার। গোটা দেশে যখন বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে ঠিক তখন কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই স্তম্ভিত অন্যান্য রাজ্যগুলি।

শ্রমিক ট্রেন বাতিল করল কর্নাটক

শ্রমিক ট্রেন বাতিল করল কর্নাটক

দেশের অন্যান্য রাজ্যের থেকে কর্নাটকে করোনা পরিস্থিতি অনেকটাই উন্নত। অনেকটাই মুষ্ঠিবদ্ধ করা গিয়েছে করোনা সংক্রমণ। তৃতীয় দফার লকডাউনে অনেকটাই শিথিল করেছে কর্নাটক সরকার। অফিস, আদালত ধীরে ধীরে খুলছে। ফের কাজ শুরু হবে। তাই পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়ি না ফেরার অনুরোধ জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তারপরেই রাজ্যের মুখ্যসচিব শ্রমিক ট্রেন বাতিল করার জন্য রেলের কাছে চিঠি পাঠায়। তারপরেই বাতিল করা হয় শ্রমিক ট্রেন।

কর্মীর অভাব মেটাতে সিদ্ধান্ত

কর্মীর অভাব মেটাতে সিদ্ধান্ত

শ্রমিক ট্রেন বাতিলের পিছনে দেশের শ্রমিক সংকট কাটানোও মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরুর এগজিবিশন সেন্টারে প্রায় ১০,০০০ বিহারের শ্রমিক রয়েছেন। তাঁদের ফেরার কথা ছিল এই শ্রমিক ট্রেনে। কিন্তু ইয়েদুরাপ্পা জানিয়েছেন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হবে। মেট্রো, সড়ক নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে কাজ শুরু হয়ে যাবে। পরিযায়ী শ্রমিকরা একবার বাড়ি ফিরে গেলে তাঁদের কাজে ফেরা সমস্যা হয়ে দাঁড়াবে। সেকারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। তিনটি ট্রেন বুধবার কর্নাটক থেকে বিহােরর পথে রওনা হওয়ার কথা ছিল। তিনটে ট্রেনই বাতিল করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরুন

পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরুন

করোনা লকডাউনে কাজ হারিয়ে দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন পরিযায়ী শ্রমিকরা। অনেই মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ সফল হয়েছেন। কেউ গন্তব্যে পৌঁছেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। পরিস্থিতি বিবেচনা করেই শ্রমিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। সেই মত পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশে বেশ কয়েকটি শ্রমিক ট্রেন পৌঁছেছে। কর্নাটক সরকার শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরুন।

পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক আলোচনা শুরু ভারতের, কুলভূষণ মামলায় জল গড়াচ্ছে কোন দিকে?পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক আলোচনা শুরু ভারতের, কুলভূষণ মামলায় জল গড়াচ্ছে কোন দিকে?

English summary
Karnataka cancel Sramik train says work will resume
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X