For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬২৫-এ ৬২৫ স্কোর করে রেকর্ড কর্ণাটকের ছাত্রের

বোর্ড পরীক্ষায় ৬২৫ মার্কসের মধ্যে ৬২৫ পেয়ে দশম শ্রেণিতে সারা রাজ্যে প্রথম হল কর্ণাটকের মহম্মদ কাইফ মোল্লা।

  • |
Google Oneindia Bengali News

বোর্ড পরীক্ষায় ৬২৫ মার্কসের মধ্যে ৬২৪ পেয়ে যুগ্মভাবে দশম শ্রেণিতে সারা রাজ্যে প্রথম হয়েছিল কর্ণাটকের মহম্মদ কাইফ মোল্লা। তবে সে খুশি ছিল না। ১ নম্বরের জন্য ফের খাতা রিভিউয়ে পাঠানো হয়। আর তারপরই এক নম্বর বেড়ে গিয়েছে। ফলে পুরো মার্কস পেয়ে সে পাশ করে রেকর্ড গড়েছে। এবং এককভাবে প্রথম হয়েছে।

বোর্ড পরীক্ষায় ৬২৫-এ ৬২৫ স্কোর করে রেকর্ড কর্ণাটকের ছাত্রের

কাইফ কর্ণাটকের বেলগামের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ছাত্র। বিজ্ঞান বাদে সবকটি বিষয়ে সে পুরো নম্বর পেয়েছিল। তবে বিজ্ঞানে ১ নম্বর কম আসে। তাতে আশাহত কাইফ বিজ্ঞানের খাতা রিভিউ করাতে দেয়।

কেন সে মাত্র ১ নম্বরের জন্য খাতা রিভিউ করল? সে জানিয়েছে, পরীক্ষার পরে শিক্ষকদের সঙ্গে বসে সে উত্তর মিলিয়ে দেখেছে পুরো নম্বরই প্রাপ্য তাঁর। পরে এক নম্বর কম দেখে রিভিউয়ের সিদ্ধান্ত নেয়।

একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় কাইফ। পড়াশোনার বাইরে অন্য কাজে বিশেষ আগ্রহ নেই। স্যোশাল মিডিয়াতেও আগ্রহ নেই। ভবিষ্যতে সে আইএএস অফিসার হতে চায়। বড় হয়ে শিশুশ্রমিকের মতো সংবেদনশীল বিষয়েও সে সমাজে অবদান রাখতে চায় বলে জানিয়েছে কাইফ।

কাইফের পিতা মাতা দুজনেই শিক্ষক। কাইফের বাবা হারুন রশিদ মোল্লা সরকারি স্কুলে উর্দু পড়ান। অন্যদিকে মা পরভীন মোল্লা কন্নড় ভাষায় শিক্ষিকা।

English summary
Karnataka boy tops state after getting 100 per cent marks post revaluation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X