For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকে বিজেপির মুসলিম প্রার্থী নেই! কারণ জানিয়ে বিতর্ক বাড়ালেন প্রবীণ বিজেপি নেতা

এবার বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের সিনিয়র বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তিনি বলেছেন, তাঁর দল রাজ্যে মুসলিমদের প্রার্থী করেনি।

  • |
Google Oneindia Bengali News

এবার বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের সিনিয়র বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তিনি বলেছেন, তাঁর দল রাজ্যে মুসলিমদের প্রার্থী করেনি। জেপিকে বিশ্বাস করে না বলেই প্রার্থী করা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই বক্তব্য ভোটের আগে বিতর্ক বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। কর্নাটকে বিজেপি শাসনের সময়ে উপমুখ্যমন্ত্রী ছিলেন এই নেতা।

কর্নাটকে বিজেপির মুসলিম প্রার্থী নেই! কারণ জানিয়ে বিতর্ক বাড়ালেন প্রবীণ বিজেপি নেতা

বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, কংগ্রেস তাদের ( মুসলিম) শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। কিন্তু তাদের টিকিট দেয় না। বিজেপিরও কর্নাটকে মুসলিমদের টিকিট দেয় না। নিজেই সঙ্গে সঙ্গে কারণ জানিয়েছেন। মুসলিমদের উদ্দেশ করে ওই নেতা বলেছেন, তারা বিজেপিকে বিশ্বাস করে না বলেই
পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপিকে বিশ্বাস করলে টিকিট এবং অন্য জিনিসও জুটবে। উত্তর কর্নাটকের কোপালে পিছিয়ে থাকা কুরুম্বা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের এক সভায় বক্তব্য রাখছিলেন এই নেতা। এই নেতা নিজে কুরুম্বা সম্প্রদায়ের।

কর্নাটকে ২ দফায় নির্বাচন। ১৮ এপ্রিল এবং ২৩ এপ্রিল ১৪ টি করে আসনে ভোট।

English summary
Karnataka BJP leader told why they are not giving tickets to muslims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X