For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক বনধে কতটা প্রভাবিত 'প্রযুক্তি-নগরী' বেঙ্গালুরু, বনধ্ ঘিরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ফের জলবণ্টন ইস্যুতে বনধ কর্ণাটকে। কন্নড়পন্থী সংগঠনগুলি মহাদায়ি নদী জলবণ্টন নিয়ে সোচ্চার হয়েছে। এই নদীর জল নিয়ে গোয়া ও কর্ণাটকের মধ্যে বিরোধ চলছে।

  • |
Google Oneindia Bengali News

ফের জলবণ্টন ইস্যুতে বনধ কর্ণাটকে। কন্নড়পন্থী সংগঠনগুলি মহাদায়ি নদী জলবণ্টন নিয়ে সোচ্চার হয়েছে। এই নদীর জল নিয়ে গোয়া ও কর্ণাটকের মধ্যে বিরোধ চলছে। উল্লেখ্য, এর আগে কাবেরী জলবণ্টন ইস্যুতে তামিলনাড়ুর সঙ্গে কর্ণাটকের বিরোধ ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয় গোটা কর্ণাটকে। তবে এদিন কন্নড়পন্থী সংগঠন ও বশ কিছু আঞ্চলিক সংগঠনের ডাকে কর্ণাটকে ১২ ঘণ্টার বনধ শুরু হয় সকাল ৬ টা থেকে। সংগঠন গুলির দাবি গোটা বিষয়ে হস্তক্ষেপ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কর্ণাটকের জলসংকট মেটাতে এই ইস্য়ুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে দাবি বনধের আয়োজকদের। একনজরে দেখে নেওয়া যাক ,বনধ ঘিরে কিছু তথ্য।

কর্ণাটক বনধে কতটা প্রভাবিত 'প্রযুক্তি-নগরী' বেঙ্গালুরু, বনধ্ ঘিরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • বনধের জেরে বিপর্যস্ত প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর বাস পরিষেবা। সকাল থেকেই বনধ সমর্থকরা এই রাজ্যের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন।

  • বেঙ্গালুরুতে উইপ্রোর মতো বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা উপযুক্ত ব্য়বস্থা নিয়েছে, যাতে বনধে তাদের কর্মীদের ওপর কোনও প্রবাব না পড়ে। উইপ্রো এদিন ছুটি ঘোষণা করেছে ।

  • বেঙ্গালুরু সমতে রাজ্যের বিভিন্ন স্কুলও কলেজে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
  • বেঙ্গালুরুর বহু দফতরেই কর্মীদের ' ওয়ার্ক ফ্রম হোম'-এর পরামর্শ দেওয়া হয়েছে।
  • যেকোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সুনীল কুমার। গোটা বেঙ্গালুরুতে ১৫০০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছে বিশৃঙ্খলা এড়াতে।

  • বেঙ্গালুরুর জয়ানগর, কোরমঙ্গলা সমেত বেশ কয়েকটি জায়গায় চলছে অটো পরিষেবা । ক্ষতিগ্রস্ত রয়েছে ক্যাব পরিষেবা।
  • তবে সকালের দিকে মেট্রো পরিষেবা খানিকটা বিপর্যস্ত বলে খবর।
English summary
Several Kannada and farmer outfits in Karnataka have called for a state-wide bandh today in protest against the “Centre’s apathy” towards the on-going inter-state Mahadayi river water dispute with Goa. The pro-Kannda outfits are demanding Prime Minister Narendra Modi’s mediation in the matter. The state is seeking release of 7.56 tmcft water for the Kalasa-Banduri Nala project.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X