For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক ফ্লোর টেস্ট লাইভ: বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কুমারস্বামী

কর্ণাটক নিয়ে এখন টান-টান উত্তেজনা। কংগ্রেস ও বিজেপি যেভাবে সরকার গঠন নিয়ে সম্মুখ সমরে নেমেছে তাতে এক নয়া অঙ্ক তৈরি হয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

টান-টান উত্তেজনা, রাজনীতির কৌশলে এখন ঠারেঠারে যুদ্ধ। এর পরিণাম কি হতে চলেছে তা আজ সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। বিকেল ৪টায় আজ ফ্লোর-টেস্ট কর্ণাটক বিধানসভায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অধিবেশন। শপথও নিয়েছেন বিধায়করা। ইয়েদুরাপ্পা, সিদ্দারামাইয়াদের শপথ নেওয়ার ছবি প্রকাশ্যেও এসেছে। কিন্তু, সারা দেশের এখন নজর কর্ণাটকের বিধান সৌধ-এর অধিবেশন কক্ষে। সরকার গঠন নিয়ে শেষ হাসি কে হাসতে চলেছেন? এমনই প্রশ্ন বারাবার সামনে আসছে।

সরকার গঠন নিয়ে এখন ফোকাসে কর্ণাটক

গতকালই শীর্ষ আদালত জানিয়ে দেয় যে শনিবারের মধ্যে ইয়েদুরাপ্পাকে সংখ্যা গরিষ্টতা প্রমাণ করতে হবে। এর থেকে বেশি সময় তাঁকে দেওযা যাবে না।

Newest First Oldest First
8:49 PM, 20 May

গরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যপাল কুমারস্বামীকে ১৫ দিন সময় দিয়েছেন
11:35 AM, 20 May

রাজনীতিতে দেওয়া-নেওয়ার কথা স্মরণ করালেন মল্লিকার্জুন খার্গে
11:33 AM, 20 May

২১ মে রাজীব গান্ধীর মৃত্যুদিন হওয়ায়, শপথ গ্রহণের দিন পরিবর্তন, ২৩ মে বুধবার হবে শপথ গ্রহণ
9:19 PM, 19 May

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাব শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে। জানালেন এইচডি কুমারস্বামী।
7:55 PM, 19 May

রাজ্যপাল আমাকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে জানালেন এইচডি কুমারস্বামী। সোমবার শপথ নেবেন তিনি।
7:03 PM, 19 May

আজ সন্ধে ৭.৩০টায় রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে সাক্ষাৎ করবেন এইচডি কুমারস্বামী, সেখানেই সরকার গঠনের দাবি জানাবেন তিনি।
6:39 PM, 19 May

কর্ণাটকে কংগ্রেস সমর্থদের উল্লাস ও বিজয় উৎসব পালন।
6:36 PM, 19 May

'প্রতিষ্ঠানকেই সম্মান দিতে পারেন না রাহুল, তিনি আবার রাজ্যপালের পদকে সম্মান জানাবেন? এই মন্তব্যই তার বড় উদাহরণ।'- কর্ণমাটকের রাজ্যপাল সম্পর্কে সঞ্জয় নিরূপমের আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া প্রকাশ জাভরেকরের।
6:33 PM, 19 May

'গণতন্ত্রকে পর্যদুস্ত করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, বিজেপি, তাঁরা কি দুর্নীতিকে ইন্ধন জোগানোর ছবি তুলে ধরতে চাইছিলেন? বিজেপি জনার্দন রেড্ডির মতো দুর্নীতিগ্রস্থকে সামনে সারিতে ফের নিয়ে এসে রাজনীতি করতে চাইছিল, যা ঘটেছে তাতে মানুষ খুশি'- কর্ণাটকে ইয়েদুরাপ্পার ইস্তফা প্রসঙ্গে বললেন চন্দ্রবাবু নাইডু।
6:29 PM, 19 May

কর্ণাটকের রাজ্যপাল সম্পর্কে কংগ্রেসের সঞ্জয় নিরুপমের আপত্তিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া বিজেপি-র প্রকাশ জাভরেকর, বললেন 'এই মন্তব্যই প্রমাণ করে কংগ্রেসে স্বরূপকে, রাজ্যপালকে কুকুরের সঙ্গে তুলনা করে সংবিধানকে অপমান করেছে কংগ্রেস।'
6:27 PM, 19 May

রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন ইয়েদুরাপ্পা।
6:25 PM, 19 May

কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালাকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন কংগ্রেসের সঞ্জয় নিরুপম, কুকুরের সঙ্গে তুলনা কর্ণাটকের রাজ্যপালের।
6:23 PM, 19 May

'কে কার কার কাছে হার মেনেছে ইভিএম-এ প্রমাণ হয়ে গিয়েছে'- প্রকাশ জাভরেকর
6:23 PM, 19 May

কংগ্রেসের কাছে হার মেনেছে বিজেপি, এমন দাবি হাস্যকর, সাংবাদিক বৈঠকে বললেন প্রকাশ জাভরেকর।
5:36 PM, 19 May

সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন কুমারস্বামী, সূত্রে দাবি।
5:25 PM, 19 May

বিজেপি-কে কড়া বার্তা মায়াবতীর, কর্ণাটকের আজকের ছবিটা বুঝিয়ে দিল যে ২০১৯ সালের জন্য বিজেপি যে পরিকল্পনা করে রেখেছে তা ব্যর্থ হতে যাচ্ছে, এদের এখন নতুন করে কিছু কার্যকর পরিকল্পনা করতে হবে।
5:23 PM, 19 May

কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার ইস্তফা দাবি করল শিবসেনা।
5:20 PM, 19 May

প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্থ বলায় রাহুল গান্ধীকে পাল্টা অনন্ত কুমারের, বললেন, এই প্রধানমন্ত্রী দুর্নীতিহীন সরকার দিয়েছে দেশকে, 'তিনি যদি এমন কথা বলেন তাহলে জনতাই তাঁর উত্তর দেবে যে উনি পাগল হয়ে গিয়েছেন।'
https://bengali.oneindia.com/news/india/karnataka-assembly-floor-test-live-updates-result-035877.html
5:06 PM, 19 May

'সকলে নিজের চোখেই দেখতে পেল প্রধানমন্ত্রী নিজেই প্রকাশ্যে বিধায়ক কেনা-বেচায় মদত দিচ্ছেন, তাই তিনি যদি বলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাহলে এটা একটা বড় মিথ্য়া এবং প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্থ।'
5:02 PM, 19 May

'আমরা কর্ণাটকের জনতার ইচ্ছেকে রক্ষা করেছি, বিজেপি যদি সংখ্যাগরিষ্টতা পেত তাহলে আমরা তাদের সরকার বানাতে দিতাম। কিন্তু, তারা সংখ্যাগরিষ্টতা পায়নি, তাহলে তারা কি করে বলছেন কর্ণাটকের জনতা তাদের সরকারকে চায়'- রাহুল গান্ধী।
4:58 PM, 19 May

অমিত শাহ এবং তাঁর দলবল কর্ণাটকের জনতার ইচ্ছেকে লুঠের চেষ্টা করেছিল বলে অভিযোগ রাহুলের, তাঁর আরও অভিযোগ, অর্থ দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিধায়কদের কেনার চেষ্টা হয়েছে।
4:56 PM, 19 May

প্রধানমন্ত্রী দুর্নীতি রোধের কথা বলেন কিন্তু তিনি আসলে দুর্নীতিকে প্রশ্রয় শুধু দেন না তিনি নিজেও একজন দুর্নীতিগ্রস্ত- এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী।
4:54 PM, 19 May

কর্ণাটকের ঘটনা প্রমাণ করে দিল যে শুধু অর্থ ও চোখ রাঙানি দিয়ে উইল-পাওয়ারকে আটকে রাখা যায় না, এটা বিজেপি ও আরএসএস-এর কাছে একটা শিক্ষা বলেও মন্তব্য রাহুলের।
4:53 PM, 19 May

কর্ণাটকের সাধারণ মানুষ থেকে শুরু করে কংগ্রেস,জেডিএস বিধায়কদের অভিনন্দন জানান রাহুল।
4:52 PM, 19 May

বিজেপি, আরএসএস-এর এটাই চরিত্র, যা আজ সকলে দেখল বলেও মন্তব্য করেন রাহুল।
4:52 PM, 19 May

কর্ণাটক বিধানসভায় বিজেপি-র বিরুদ্ধে জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগ রাহুল গান্ধীর, জাতীয় সঙ্গীক বেজে ওঠার আগেই বিজেপি-র বিধায়ক এবং স্পিকার কক্ষ ত্যাগ করেন বলে অভিযোগ রাহুলের।
4:51 PM, 19 May

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগ আনলেন তিনি।
4:50 PM, 19 May

জেডিএস, বিএসপি ও কংগ্রেস বিধায়কদের অভিনন্দন জানালেন গুলাম নবি আজাদ, কেন্দ্রীয় সরকারে দমন-পীড়নের সামনেও নিজেদের নীতি ও আদর্শে অটুট থাকার জন্য সকলকে অভিনন্দন জানান তিনি।
4:48 PM, 19 May

দেরাদুনে উৎসবে মাতলেন কংগ্রেস সমর্থকরা।
4:44 PM, 19 May

গণতন্ত্রের জয় হয়েছে, টুইট করে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
READ MORE

English summary
Karnataka Assembly Floor Test Live Updates in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X