For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE আস্থা ভোট হল না, কর্নাটকের ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা সোমবার পর্যন্ত

আজ কর্নাটক বিধানসভায় আস্থা ভোট। মুখ্যমন্ত্রী এইচডি কুমারমস্বামীর ভাগ্য নির্ধারণ।

  • |
Google Oneindia Bengali News

আজ কর্নাটক বিধানসভায় আস্থা ভোট। মুখ্যমন্ত্রী এইচডি কুমারমস্বামীর ভাগ্য নির্ধারণ। বুধবার সুপ্রিম কোর্ট যেমন জানিয়েছে, বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার, অপর দিকে সর্বোচ্চ আদালত বলেছে, বিদ্রোহীদের বিধানসভায় হাজির করতে কোনওভাবেই বাধ্য করা যাবে না। ফলে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিদায় একরকম নিশ্চিত।

ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস-এর যোলো বিধায়ক এবং দুজন নির্দল বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে সংকটে পড়ে গিয়েছে কর্নাটকের জোট সরকার। যদি এই ১৮ বিধায়ক ভোট দিতে না যান, তাহলে সরকারের সমর্থনকারী বিধায়কের সংখ্যা ১১৮ থেকে কমে ১০০ হয়ে যাবে। অন্যদিকে বিজেপিকে সমর্থনকারী বিধায়কের সংখ্যা থাকবে ১০৭-এ।

আজ কর্নাটক বিধানসভায় আস্থা ভোট: কুমারস্বামী জোট সরকারের ভাগ্য নির্ধারণ

Newest First Oldest First
9:09 PM, 19 Jul

আস্থা ভোট পিছিয়ে গেল। কর্নাটকে আস্থা ভোট হতে পারে সোমবার অর্থাৎ ২২ জুলাই। এদিন দ্বিতীয় ডেডলাইনেও আস্থা ভোট হল না।
8:12 PM, 19 Jul

কর্ণাটকে আজই আস্থা ভোটের দাবি করলেন বিএস ইয়েদুরাপ্পা।
5:03 PM, 19 Jul

আজকের মধ্যেই আস্থা ভোট করতে হবে। সময়সীমা বেঁধে দিলেন রাজ্যপাল বাজুভাই বালা।
2:48 PM, 19 Jul

রাজ্যপালের দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও কর্ণাটকে ভোট করা যায়নি। কংগ্রেস-জেডিএস সরকার গড়িমসি করছে। ভোট এদিন না করে সোমবার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিদ্দারামাইয়া বলে দিয়েছেন এদিন ভোট হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিজেপি ফের রাজ্যপালের কাছে আবেদন করতে চলেছেন।
1:41 PM, 19 Jul

দুপুর দেড়টার ডেডলাইন শেষ। এখনও হল না আস্থাভোট। পদত্যাগ করতে চলেছেন কুমারস্বামী। তবে এখনও আলোচনা চালিয়ে যেতে চান তিনি।
1:20 PM, 19 Jul

দুপুর দেড়টার ডেডলাইনের মধ্যে আস্থা ভোট সম্পন্ন করা যাবে না। জানালেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
1:19 PM, 19 Jul

বিদ্রোহী বিধায়কদের এক একজনকে ৪০-৫০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। বিধানসভায় অভিযোগ এইচডি কুমারস্বামীর।
12:35 PM, 19 Jul

কর্ণাটক উত্তাপ ছড়িয়ে পড়ল সংসদে। একে অপরকে ঘোড়া কেনাবেচায় দুষ্ট বলে অভিযোগ করলেন বিজেপি-কংগ্রেস সাংসদরা।
11:41 AM, 19 Jul

রাজ্যপাল বাজুভাই বালা জেডিএস-কংগ্রেস জোটকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছেন। যা নিয়ে তিনি জোর করতে পারেন না। দাবি জেডিএস জোটের নেতাদের।
11:02 AM, 19 Jul

কংগ্রেস নেতা শ্রীমন্ত পাতিল জানালেন তাঁকে কেউ অপহরণ করেনি। নিজের ব্যক্তিগত কাজে মুম্বই এসেছিলেন তিনি। অর্থাত দলের কথাই খণ্ডন করলেন তিনি।
10:07 AM, 19 Jul

বিধানসবা অধিবেশনের আগে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক ইয়েদুরপ্পার।
9:48 AM, 19 Jul

বেঙ্গালুরুর পুলিশের তরফে একটি দল মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে দেখা করবেন তাঁরা।এমনই দাবি সূত্রের।
8:43 AM, 19 Jul

কর্ণাটকে রাতভর বিধানসভায় ধরনার পর সকালের 'মর্নিং ওয়াক' এ বিধায়করা।
12:05 AM, 19 Jul

বিধানসভার অন্দরেই চাদর পেতে শুয়ে পড়লেন বিএস ইয়েদুরাপ্পা।
12:04 AM, 19 Jul

বিধানসভায় ধরনার ফাঁকেই নৈশভোজ বিজেপি বিধায়কদের।
11:17 PM, 18 Jul

চাদর, বালিশ নিয়ে বিধানসভায় হাজির বিজেপি বিধায়ক
10:30 PM, 18 Jul

মুখ্যমন্ত্রীকে শুক্রবার বেলা ১.৩০-এর মধ্যে আস্থা প্রমাণের নির্দেশ রাজ্যপালের
10:29 PM, 18 Jul

হারবেন বলেই আস্থা ভোট এড়াচ্ছেন কুমারস্বামী, দাবি ইয়েদুরাপ্পার
10:28 PM, 18 Jul

হাসপাতালে ভর্তি কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাটিল
6:54 PM, 18 Jul

রাতভর বিধানসভায় ধরনা দেবে বিজেপি, জানিয়ে দিলেন বিএস ইয়েদুরাপ্পা। আস্থা ভোট হওয়ার পরই সকলে বিধানসভা থেকে বেরোবেন বলে জানিয়েছেন তিনি।
6:53 PM, 18 Jul

কর্ণাটকে আস্থা ভোট আজ হচ্ছে না। কাল সকাল ১১টা পর্যন্ত সভা মুলতুবি করলেন স্পিকার।
5:38 PM, 18 Jul

রাত ১২টা বাজলেও আজই আস্থা ভোট হোক, দাবি জানালেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।
4:41 PM, 18 Jul

আস্থাভোট নিয়ে অযথা বিলম্ব করছে রাজ্য সরকার ও স্পিকার। তাই অবিলম্বে আস্থা ভোট কার্যকর করতে দাবি জানাচ্ছে বিজেপি।
3:56 PM, 18 Jul

কর্ণাটকের কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলের অপহরণে বিজেপির হাত রয়েছে। দাবি করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার।
2:12 PM, 18 Jul

বিকেল ৩টে পর্যন্ত মুলতুবি কর্ণাটক বিধানসভার আলোচনা পর্ব।
1:54 PM, 18 Jul

আস্থা ভোট হলেই সরকার পড়ে যাবে। এমনই মনে করা হচ্ছে। আর সেজন্যই আগামী সোমবার পর্যন্ত আলোচনা টেনে নিয়ে যেতে পারে কংগ্রেস-জেডিএস জোট সরকার। এমনটাই মনে করা হচ্ছে।
1:34 PM, 18 Jul

কর্ণাটক বিধানসভায় বক্তব্য রাখতে উঠলেন বিএস ইয়েদুরাপ্পা। বিদ্রোহী বিধায়কদের জোর করা যায় না, বললেন তিনি। একইসঙ্গে হুইপ জারি নিয়েও বক্তব্য পেশ করেছেন তিনি।
12:40 PM, 18 Jul

মোট ২১জন বিধায়ক বিধানসভায় অনুপস্থিত রয়েছেন। তার মধ্যে বিজেপির একজন বিধায়কও রয়েছেন বলে জানা গিয়েছে। এরই মাঝে কংগ্রেস নেতা শিবকুমারকে কথা বলতে দেখা গেল বিজেপি বিধায়কের সঙ্গে।
12:38 PM, 18 Jul

জোট সরকারের নেতারা বিধানসভায় দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, জনসভার মতো বক্তব্য রাখছেন। আক্রমণ শানালেন বিজেপি নেতা জগদীশ শেট্টার।
12:17 PM, 18 Jul

মোট ১৮জন বিধায়ক এদিন বিধানসভায় উপস্থিত হননি। তাঁর মধ্যে ১৫ জন বিদ্রোহী, ১ জন বিএসপি ও ২ জন অসুস্থ কংগ্রেস বিধায়ক রয়েছেন।
READ MORE

English summary
Karnataka-assembly-floor-test-live-updates and future of CM Kumaraswami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X