For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক লাইভ: জল্পনার অবসান, ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আমন্ত্রণ রাজ্যপালের

কর্ণাটকে সরকার গঠন নিয়ে চলছে টান-টান উত্তেজনা। রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি বিজেপি-র ইয়েদুরাপ্পার। তাঁর পিছনে পর্যাপ্ত বিধায়কের সমর্থ আছে বলে দাবি তাঁর।

Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভার নির্বাচনের ট্রেন্ডের পরিষ্কার ছবিটা সামনে চলে এসেছিল বুধবার বেলা ১১টা নাগাদই। এরপর থেকে চলছিল স্নায়ুর উত্তেজনা যে কার হাতে আসলে যাচ্ছে সরকার গঠনের দায়ভার। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এই স্নাুয়ুর লড়াই চলেছে। উত্তেজনা এতটাই চরমে রাজনীতির তর্কযুদ্ধ গড়িয়েছে বেঙ্গালুরু থেকে নয়াদিল্লি পর্যন্ত।

টান-টান উত্তেজনায় এখন ভরপুর কর্ণাটকের পরিস্থিতি

পরিস্থিতি এতটাই টান-টান উত্তেজনায় ভরপুর ছিল মুহূর্তে মুহূর্তে বদলেে চিত্রনাট্য। রাজ্যপাল যতই জেডিএস ও কংগ্রেস জোটের সঙ্গে সাক্ষাৎ-এর সময় নিয়ে টালবাহানা করছিলেন তখনই শুরু হয়েছে বিতর্ক। নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি-কে কর্ণাটকের সরকার গঠন থেকে দূরে রাখার একটা শেষ চেষ্টা করেছিলেন পি চিদম্বরম। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

Newest First Oldest First
9:42 PM, 16 May

কর্ণাটকে সরকার গঠন করতে বিজেপি-র পরিষদীয় নেতা বিএস ইয়েদুরাপ্পাকে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল।
9:40 PM, 16 May

দিব্যা স্পন্দনার পাল্টা টুইট করে দাবি, বৃহস্পতিবার সকাল ৯.৩০-এ ইয়েদুরাপ্পা নয় কুমারস্বামী মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।
9:27 PM, 16 May

কর্ণাটকের সরকার গঠন নিয়ে নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় টুইটারে আক্রমণ কংগ্রেসের আইটি সেলের নেত্রী দিব্যা স্পন্দানা/রামাইয়া।
9:24 PM, 16 May

কর্ণাটকে বিধায়ক কেনা বেচার অভিযোগ নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, টুইটারে তোপ দাগলেন প্রাক্তন দলের বিরুদ্ধে।
9:19 PM, 16 May

বৃহস্পতিবার সকাল ৯.৩০টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ইয়েদুরাপ্পা, বিতর্কিত এই টুইট ডিলিট করে দিল কর্ণাটক বিজেপি।
9:17 PM, 16 May

প্রকাশ জাভরেকরের ভিকট্রি সাইনে রাজনৈতিক মহলে জল্পনা, রাজ্যপালরে সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় এই সাইন দেখান কর্ণাটকের দায়িত্বপ্রপ্ত বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী।
9:15 PM, 16 May

আজ রাতে বেঙ্গালুরুর এগলেটন রিসর্টে থাকবেন কংগ্রেস বিধায়করা। সেখানেই সদর দরজায় ঢুকছে বিধায়ক বোঝাই বাস।
9:13 PM, 16 May

রাজ্যপাল যদি কুমারস্বামী ব্যতিত অন্যকাউকে সরকার গঠনে ডাকে তাহলে বুঝতে হবে তিনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন।
9:10 PM, 16 May

বিজেপি-কে তোপ কুমারস্বামী, বললেন এরা দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়, কোনও বিধায়ককে ৫ কোটি, কাউকে ৩ কোটি আবার কাউকে ১০০ কোটি অফার করছে!
9:08 PM, 16 May

কুমারস্বামী ইতিমধ্যেই রাজ্যপালের সামনে তাঁর সংখ্যাগরিষ্টতার প্রমাণ দিয়েছেন, সুতরাং তাঁকে সরকার গঠনে ডাকতে রাজ্যপাল এত বিলম্ব কেন করছেন, প্রশ্ন তুললেন চিদম্বরম।
9:04 PM, 16 May

রাজ্যপালকে স্মরণে রাখতে হবে তিনি একটি সাংবিধানিক দফতর চালান, এমনকী সুপ্রিম কোর্টের রায় মানলে কংগ্রেস ও জেডিএস-কে সরকার গঠনে ডাকা উচিত, বললেন চিদম্বরম।
9:02 PM, 16 May

নয়াদিল্লিতে কংগ্রেস দফতরে সাংবাদিক বৈটকে পি চিদম্বরম, জানালেন জেডিএস ও কংগ্রেস মিলে সংখ্যাগরিষ্টতা পেয়েছে, সুতরাং রাজ্যপালের উচিত এই জোটকে সরকার গঠনের সুযোগ দেওয়া।
9:00 PM, 16 May

হ্রস ট্রেডিং-এর ভয়ে বাসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের বিধায়করা, জানালেন কংগ্রেস নেতা অশোক গেহলট, হোটেলে থাকার পছন্দমতো ব্যবস্থা না পেলে বাসেই সব বিধায়করা রাত কাটাবেন।
8:59 PM, 16 May

প্রদেস কংগ্রেস দফতর থেকে বাসে চাপছেন কংগ্রেস বিধায়করা।
7:36 PM, 16 May

সংবিধান মেনেই কাজ করার করার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, জানালেন কংগ্রেসে ডি কে শিবকুমার।
7:34 PM, 16 May

রাজ্যপালের কাথে ১১৭ জন বিধায়কের তালিকা জমা দিল জেডিএস ও কংগ্রেস।
7:16 PM, 16 May

বিদায়বেলায় প্রকাশ্যে কর্ণাটক প্রদেশ কংগ্রেসের অন্তঃকলহ প্রকাশ্যে, কর্ণাটকে কংগ্রেসের খারাপ ফলের জন্য সিদ্ধারামাইয়ার স্বেচ্ছাচারী মনোবৃত্তিকেই দায়ী করলেন বিদায়ী অধ্যক্ষ কো বি কোলিওয়াদ।
5:28 PM, 16 May

রাজভবনে জেডিএস প্রধান কুমারস্বামী।
5:26 PM, 16 May

রাজভবনের সামনে জেডিএস বিধায়কদের ধর্না, রাজ্যপাল সাক্ষাৎ-এর সময় না দেওয়ায় এই কর্মসূচি।
4:53 PM, 16 May

বিজেপি-কে সরকার গঠনের ডাক দেওয়া হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কংগ্রেস।
4:52 PM, 16 May

বিকাল ৫.৩০টা রাজ্যপালের সামনে তাদের বিধায়কদের হাজির করছে জে়ডিএস।
4:52 PM, 16 May

রাজভবনের উদ্দেশে প্রদেশ কংগ্রেসের দফতর থেকে রওনা হলেন কংগ্রেস বিধায়করা।
4:30 PM, 16 May

ইয়েদুরাপ্পার বাড়িতে বিজেপি নেতাদের বৈঠক, হাজির ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী অনন্তকুমার, ধর্মেন্দ্র প্রধান।
3:43 PM, 16 May

বিধায়ক কেনাবেচায় কোনওভাবেই অনুমোদন দেওয়া উচিত নয়, তবে রাজ্যপালের উপরে আমাদের বিশ্বাস আছে, আশা রাখি উনি অসাংবিধানিক কোনও কাজ করবেন না, বললেন গুলাম নবি আজাদ।
3:28 PM, 16 May

রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনল কংগ্রেস ও জেডিএস, বেলা ১২.৩০ টা থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করার চেষ্টা, বারবার বার্তা পাঠিয়েও রাজ্যপাল সাড়া দেননি বলে অভিযোগ।
3:24 PM, 16 May

সরকার গঠনে ডাকা না হলে ধর্নায় বসার হুমকি কংগ্রেস ও জেডিএস-এর
3:14 PM, 16 May

বিজেপি-র বিরুদ্ধে তাঁকে মন্ত্রীত্বের লোভ দেওয়ার অভিযোগ আনলেন এক কংগ্রেস বিধায়ক।
3:08 PM, 16 May

১ নির্দল বিধায়ক বিজেপি-তে যোগ দিচ্ছেন, আরও ৪ কংগ্রেস বিধায়কের সঙ্গে কথা হয়েছে, দাবি ইয়েদুরাপ্পার।
3:07 PM, 16 May

আজ ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাতে পারেন রাজ্যপাল।
3:06 PM, 16 May

বিজেপি-র বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ।
READ MORE

English summary
Karnataka Assembly Election 2018 Live Updates in Bengali on 16th May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X