For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট শান্তিপূর্ণই, ৭০ শতাংশ ভোট পড়ায় উজ্জ্বল হাসি কংগ্রেসের মুখে

দিনের শেষে ৭০ শতাংশ ভোট পড়লো কর্ণাটকে।

Google Oneindia Bengali News

সন্ধে ছ'টায় শেষ হয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন। তারপরেও কয়েকটি কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলেও মোটামুটি ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়া, ভোটার তালিকায় নাম না থাকার মতো ঘটনা নিয়ে বিপত্তি ছাড়া মোটের ওপর ভোট হয়েছে শান্তি পূর্ণ। এছাড়া কয়েক জায়গায় টাকা বা গয়না বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে।

ভোট শান্তিপূর্ণই, ৭০ শতাংশ ভোট পড়ায় উজ্জ্বল হাসি কংগ্রেসের মুখে

এবারে কর্ণাটকে মোট ভোটার ছিলেন ৪.৯৭ কোটি। প্রার্থী ছিলেন প্রায় ২৬০০ জন। এদিন ভোট হয় মোট ২২২টি কেন্দ্রে। দুটি কেন্দ্রে ভোট স্থগিত ছিল। জয়নগরে বিজেপি প্রার্থী তথা বিধায়ক বি এন কুমার মারা যাওয়ার কারণে সেখানে ভোট হয়নি। এছাড়া ভোটার আই কার্ড কান্দের জেরে বন্ধ ছিল রাজরাজেশ্বরী কেন্দ্রের ভোট। এছাড়া অভিএম খারাপ হয়ে যাওয়ায় হেব্বলেপ দু নম্বর বুথে আগামী সোমবার ফের ভোট গ্রহন হবে।

বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে চিক্কবল্লপুর ও রামনগরে। এই দুই কেন্দ্রে ভোট পড়ে ৭৬ শতাংশ। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে কম ভোট পড়েছে বেঙ্গালুরু শহরে। উত্তর ও দক্ষিণ দুটি কেন্দ্রেই ভোটার হার ছিল ৪৭ শতাংশ। এছাড়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাদামী কেন্দ্রের টিপ্পুনগরে ১৪২, ১৪৩ ও ১৪৪ নম্বর বুথেও খুব কম ভোট পড়েছে। স্থানীয়দের দাবি, কাজের অভাবে বাসিন্দারা সবাই জেলার বাইরে আছে। তাই এখানে ভোট কম।
কালবুর্গীতে প্রচন্ড গরমের জন্য ভোট কম পড়েছে বলে দাবি বাসিন্দাদের। আবার হুবলিতে প্রচন্ড বৃষ্টিতে থমকে যায় ভোটগ্রহন প্রক্রিয়া।

সকাল সকাল ভোটের লাইনে দেখা গিয়েছে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলেকে। কুম্বলে রাজ্যবাসীকে বেশি করে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। ভোট দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মল্লিকার্জুন খাগড়ে-কে। তুমাকুরুর একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন শতায়ু পেরনো সিদ্ধগঙ্গা মঠের প্রধাণ শিবকুমার স্বামীজীও।
ভোট দিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী বিজেপি নেতা এস এম কৃষ্ণ। চামুন্ডেশ্বরীতে ভোট দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শিমোগার শিখরপুরে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা। এছাড়াও বাশ কয়েকজন প্রতিবন্ধী ভোটারকেও দেখা গিয়েছে ভোটের লাইনে। বিয়ের আসর থেকে ভোট দিতে এসেছেন এক নবদম্পতিও। আর ভোট দিতে গিয়ে সেলফি তুলে ভোটের বিধি ভেঙে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করে বিখ্যাত হয়ে গিয়েছেন হাসান কেন্দ্রের এক তরুন ভোটার। এবারই তাঁর প্রথম ভোটদান।

English summary
at the end of the day 70 percent vote cast in Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X