For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবিপি-সি ভোটার সমীক্ষায় কর্ণাটক যাবে কাদের দখলে, দেখুন বুথ ফেরত সমীক্ষা ফলাফল

এবিপি-সি ভোটার সমীক্ষায় কর্ণাটক বিধানসভায় কারা সবচেয়ে বেশি আসন পাবে তা তুলে ধরা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবিপি-সি ভোটার সমীক্ষায় কর্ণাটক বিধানসভায় কারা সবচেয়ে বেশি আসন পাবে তা তুলে ধরা হয়েছে। এদিন কর্ণাটকে এক দফায় বিধানসভা ভোট হয়েছে ২২৪টি আসনের মধ্যে ২টি আসন বাদ দিয়ে।

এবিপি-সি ভোটার সমীক্ষায় কর্ণাটক যাবে কাদের দখলে

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ টি আসন। এবিপি- সি ভোটার সমীক্ষা বলছে, বিএস ইয়েদুরাপ্পার বিজেপি সবচেয়ে বেশি ১০৭টি আসন পাবে। ফলে আর কোনও দল একশোর বেশি আসনে জিততে পারবে না।

সিদ্দারামাইয়ার কংগ্রেস পেতে পাবে ৮৮টি আসন। এছাড়া কুমারস্বামীর জেডিএস পেতে পারে ২৫টি আসন। অন্যান্যরা ৪টি মতো আসন পেতে পারে বলে মনে করছে এবিপি সমীক্ষা।

ভোট শেয়ারের দি্ক থেকে বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। অন্যদিকে জেডিএস পেতে পারে ১৭ শতাংশ ভোট।

এবিপি-সি ভোটার সমীক্ষায় কর্ণাটক যাবে কাদের দখলে, দেখুন বুথ ফেরত সমীক্ষা ফলাফল

উপকূল এলাকায় বিজেপি পেতে পারে ১৪-১৬টি আসন, কংগ্রেস পেতে পারে ৫-৭টি আসন, জেডিএস পেতে পারে ১টি আসন। মুম্বই কর্ণাটক এলাকায় বিজেপি ২৪-২৬টি আসন, কংগ্রেস ২৪-২৬টি আসন ও জেডিএস ১টি আসন পেতে পারে।

মধ্য কর্ণাটকে বিজেপি ২২-২৪টি আসন, কংগ্রেস ৯-১১টি আসন, জেডিএস ১-৩টি আসন পেতে পারে বলে মনে করছে এবিপি নিউজের সমীক্ষা।

English summary
Karnataka Assembly Election 2018 : ABP News-C Voter Exit Poll prediction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X