For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড না থাকায় ভর্তি নেয়নি না হাসপাতাল, করুণ পরিণতি কার্গিলযুদ্ধের শহীদের স্ত্রীর

আধার কার্ড না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যু মহিলার

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার সোনিপতে এক হাসপাতালে আধার কার্ড না থাকায় ভর্তি নেওয়া হয়নি বছর ৫৫ -এর মহিলা শকুন্তলা দেবীকে। ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হয় এই মহিলার। কার্গিল যুদ্ধের শহীদ হওয়ালদার লক্ষ্মণ দাসের স্ত্রী শকুন্তলা দেবীর এই মৃত্যু ঘিরে রীতিমত নড়ে চড়ে বসেছে প্রশাসন। হরিয়ানা সরকারের তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আধার কার্ড না থাকায় ভর্তি নেয়নি না হাসপাতাল, করুণ পরিণতি কার্গিলযুদ্ধের শহীদের স্ত্রীর

প্রয়াত শকুন্তলা দেবীর ছেলে পওান কুমার জানিয়েছেন , হরিয়ানারা সোনিপতের মহালানা গ্রামের ওই বেসরকারী হাসপাতালে তাঁর মাকে ভর্তি করতে গেলে , হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমেই রোগীর আধার কার্ড দাবি করে। তা না থাকায় হৃদরোগে আক্রান্ত শকুন্তলা দেবীকে হাসপাতাল ভর্তি করে নিতে চায়নি। যার ফলে কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু মুখে ঢোলে পড়েন কার্গিল শহীদের স্ত্রী শকুন্তলা দেবী।

শকুন্তলাদেবীর ছেলে পওয়ান কুমাররের দাবি, প্রাক্তন সেনা কর্মীদের হেল্থ স্কিমের আওতায় তাঁর মা শকুন্তলার চিকিৎসা হচ্ছিল। সেই স্কিমের নথি দেখালেও কোনও রকমের সাহায্যার্থে এগিয়ে আসেনি হাসপাতাল। উল্টে এ নিয়ে হাসপাতালের সঙ্গে বচনা করায় , পুলিশের কাছে পাওয়ানের বিরুদ্ধে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

English summary
Widow of a Kargil martyr died at a private hospital in Haryana's Sonipat after the medical staff allegedly refused to admit her for not carrying her Aadhaar card, forcing the state government to order an inquiry into the matter on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X