For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের পর এক খুন! যোগী স্টাইলে এনকাউন্টারের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

উত্তরপ্রদেশের থেকে আরও পাঁচ পা এগিয়ে ভাববে এই রাজ্য! শুধু তাই নয়, অপরাধীদের শাস্তি দিতে এনকাউন্টার করা হবে বলেও হুঁশিয়ারি মন্ত্রী Ashwath Narayan-এর। গত একদিন আগেই উত্তরপ্রদেশের যোগী মডেলের প্রশংসা করতে শোনা গিয়েছিল কর্ন

  • |
Google Oneindia Bengali News

Karnataka Praveen Nettaru Murder: উত্তরপ্রদেশের থেকে আরও পাঁচ পা এগিয়ে ভাববে এই রাজ্য! শুধু তাই নয়, অপরাধীদের শাস্তি দিতে এনকাউন্টার করা হবে বলেও হুঁশিয়ারি মন্ত্রী Ashwath Narayan-এর। গত একদিন আগেই উত্তরপ্রদেশের যোগী মডেলের প্রশংসা করতে শোনা গিয়েছিল কর্নাটকের মুখ্যমন্ত্রী Basavaraj Bommai-কে।

এনকাউন্টারের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

আর এহেন মন্তব্যের একদিনের মধ্যেই কার্যত চরম হুঁশিয়ারি তাঁর মন্ত্রিসভার এক মন্ত্রীর। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।

গত কয়েকদিনে কর্নাটকে একের পর হত্যা-কাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই অবস্থায় কর্নাটকের মন্ত্রী C Ashwath Narayan একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বলেন, কিছু লোক বিষটি নিয়ে অযথা জলঘোলা করছে। শুধু তাই নয়, কর্নাটকের অসীম ধৈর্য্যের পরীক্ষা নেওয়া হচ্ছে বলেও দাবি ওই মন্ত্রীর।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে আমরাও অপরাধীদের এনকাউন্টার করতেও প্রস্তুত। দাবি ওই মন্ত্রীর। আর তা বলেই Ashwath Narayan বলছেন, সময় এসে গিয়েছে। আর এর মাধ্যমেই আমরা নিশ্চিত করব যে আগামিদিনে যেমন এমন হত্যা-কান্ডের ঘটনা না ঘটে।

মন্ত্রীর দাবি, আগামিদিনে এমন ভাবেই আমরা বিচার করব। যাতে এমন হত্যা-কান্ডের সঙ্গে জড়িত অপরাধীদের মনে ভয় তৈরি হয়। সাধারণ মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তা হবে বলে হুঁশিয়ারি C Ashwath Narayan-এর। তবে খুব শিঘ্রই দোষইরা ধরা পড়ে যাবে বলে দাবি তাঁর।

মন্ত্রীর মতে, কর্নাটক একটি প্রগতিশীল রাজ্য। আমাদের কাউকে অনুকরণ কিংবা অনুসরণ করার প্রয়োজন নেই বলে দাবি তাঁর। বলে রাখা প্রয়োজন, একের পর এক হত্যা-কান্ডের ঘটনায় খোদ দলের মধ্যেই চাপের মধ্যে পড়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী Basavaraj Bommai।

আর এই অবস্থায় সম্প্রতি তাঁর দাবি, প্রয়োজনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও যোগী মডেল ব্যবহার করা যেতে পারে। তবে এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধীরা। আর এরপরেই মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যের যুক্তিতে বলেন, এটা যোগী মডেল না কর্ণাটক মডেল হতে পারে।

উল্লেখ্য, বিজেপির যুব মোর্চা নেতা প্রবীন নেত্তারুকে খুন করে তিন দুস্কৃতী। গত ২৬ জুলাই তাঁকে খুন করা হয়। আর তাতেই ক্ষুব্ধ হন বিজেপির একটা বড় অংশ। সরকারের বিরুদ্ধে পথে নামে তাঁরা। ওই খুনের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যারা পিএফআইয়ের সক্রিয় সদস্য বলে মনে করা হছে।

English summary
Karanataka minister C Ashwath Narayan claims it is time for encounter after 2 death in 8 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X