For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত, মৃত ২, আহত ৪৬

কানপুরের কাছে লাইনচ্যুত আজমের শিয়ালদহ এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যূত। এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৮ ডিসেম্বর : কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রুয়ায় লাইনচ্যুত আজমের শিয়ালদহ এক্সপ্রেসের ১৫টি বগি। অসমর্থিত সূত্রের খবর এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৬৩ জন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজমের-শিয়ালদহ এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত, আহত ৩০

আপাতত হাওড়া-নয়াদিল্লি রুটের সমস্ত ট্রেন চলাচল আপাতত বন্ধ। ভোর ৫ টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।

লাইভ আপডেট দেখুন এখানে

  • উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী অখিলেশ যাদব গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা ও আহতদের জন্য ২৫,০০০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
  • ঘুরপথে চালানো হচ্ছে একাধিক দুরপাল্লার ট্রেন।
  • আরও কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে পূর্ব রেল

শিয়ালদহ- ০৩৩- ২৩৫০৩৫৩৫. ০৩৩- ২৩৫০৩৫৩৭
রানিগঞ্জ- ০৩১৪- ২৪৪০২২
আসানসোল- ০৩১৪ ২৩০৬১৩১
দুর্গাপুর - ০৩৪৩ ২৫৫৭২৫১
ধানবাদ - ০৩২৬- ২২০৯৮৮০, ০২৫-৪২৬৮৫ (রেল)

  • উদ্ধার কাজ শেষ, আটক সমস্ত যাত্রীকে বের করে আনা হয়েছে। এবার রেল লাইন পরিস্কারের কাজ শুরু করা হয়েছে।
  • রেলের তরফে জানানো হয়েছে কারোর মৃত্যু হয়নি, তবে এখনও পর্যন্ত ৬৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
  • ঘন কুয়াশার জেরে ট্রেনের গতি কম ছিল বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
  • ১৪টি অ্যাম্বুল্যান্স পাঠানে হয়েছে কানপুর থেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ২টি রিলিজ ট্রেন পাঠানো হয়েছে। এই ট্রেনের সাহায্যে যাত্রীদের প্রথমে কানপুর নিয়ে আসা হবে তারপর সেখান থেকে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
  • দুর্ঘটনাগ্রস্ত ১৫টি কামরার মধ্যে ১৩টি স্লিপার ও ২ টি সাধারণ কামরা রয়েছে।
  • ঘটনাস্থলে কানপুর থেকে ২টি মেডিক্যাল টিম পৌঁছিয়েছে। রেলের উদ্ধারকর্মীরাও রয়েছে।
  • শিয়ালদহে হেল্পলাইন নম্বর চালু হয়েছে, (০৩৩) ২৩৫০ ৩৫৩৭
  • ট্রেনটি ২৬ তারিখ রাতে ছাড়ার কথা ছিল। কিন্তু তা ২৭ তারিখ ভোরে ছাড়ে। এরপর ভোর ৫ টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা।
  • দুর্ঘটনাগ্রস্ত ১২৯৮৭ ডাউন শিয়ালদহ এক্সপ্রেসের অধিকাংশ যাত্রীকেই বাইরে বের করে আনা হয়েছে। তবে কয়েকজনের এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাদেরকেও খুব শীঘ্রই বের করে আনা হবে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। তার জেরে দুর্ঘটনা হতে পারে বলে অনেকে মনে করলেও নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি।

  • রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, তিনি নিজে এই ঘটনার মনিটরিং করছেন। ইতিমধ্যে সমস্ত সিনিয়র রেল আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে এই দুর্ঘটনা হল তা জানতে তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের ও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

English summary
15 coaches of Sealdah-Ajmer superfast express derailed near Kanpur, Uttar Pradesh on Wednesday, reports news agency ANI. As per preliminary reports, the train guard has been killed in the accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X