For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানপুর ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে তুলোধনা কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানপুর রেল দুর্ঘটনা নিয়ে মন্তব্য নিয়ে শনিবার তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। প্রশ্ন তুলল যদি আইএসআই দোষী হয় তাগলে কেন পাঠানকোট হামলায় তদন্তের অনুমতি দেওয়া হল তাদের?

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানপুর রেল দুর্ঘটনা নিয়ে মন্তব্য নিয়ে শনিবার তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। প্রশ্ন তুলল যদি আইএসআই দোষী হয় তাগলে কেন পাঠানকোট হামলায় তদন্তের অনুমতি দেওয়া হল তাদের?[ছবিতে দেখে নিন ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ভয়াবহ রেল দুর্ঘটনা]

গোয়েন্দা রিপোর্ট কেন একটি জনসভায় উল্লেখ করা হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন কংগ্রেস নেতা টম ভাড়াক্কন।[পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যূত, মৃত ১৪৯]

কানপুর ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে তুলোধনা কংগ্রেসের

ভাড়াক্কন বলেন, "যদি আইএসআই দোষী হয় তাহলে কেন তাদের পাঠানকোটে আমন্ত্রণ জানানো হল। কারা মাসুদ আজহারকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। প্রধানমন্ত্রীকে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। যদি আইআসআই দোষী হয় তাহলে কেন এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হল না? কেন দোষীদের পর্দাফাঁস করা হল না? কেন সঠিক দিশায় তদন্ত করা হল না?"[পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা গত ৬ বছরের সবচেয়ে ভয়ঙ্কর!]

কংগ্রেসের আর এক নেত্রী শোভা ওজার গলাতেও এক সুর। তিনি বলেন, "দেশের প্রধানমন্ত্রী এইধরণের ইস্যু জনসভায় আলোচনা করছেন বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইধরণের ইস্যু নিয়েই প্রধানমন্ত্রী রাজনীতি করছেন। তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও কীভাবে সন্ত্রাসবাদীরা পাঠানকোটে ঢুকল? কেনই বা আইএসআই প্রতিনিধি দলকে তদন্তের জন্য পাঠানকোটে যাওয়ার অনুমতি দেওয়া হল?"[কানপুর রেল দুর্ঘটনার মূলচক্রী আইএসআই এজেন্ট শামসুল হুদা গ্রেফতার নেপাল থেকে!]

প্রসঙ্গত, শুক্রবার উত্তরপ্রদেশের গন্ডায় একটি জনসভায় কানপুর রেল দুর্ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ষড়যন্ত্রকারীরা নেপালে বসে রয়েছে। তারই পাল্টা জবাবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতানেত্রীরা।

উল্লেখ্য ২০১৬ সালের নভেম্বর মাসে কানপুরে রেল দুর্ঘটনায় ১৪৯ জনের মৃত্যু হয়। তদন্তে নেমে ফেব্রুয়ারি মাসে শামসুল হুডাকে গ্রেফতার করে এএনআই। ইন্দোর পাটনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার মাস্টারমাইন্ড এই হুডাই বলে জানানো হয়।

English summary
Kanpur train accident: Congress slams PM Modi over his remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X