For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ফোর্বসের তালিকায় স্থান পেলেন কানাইয়া, প্রশান্ত কিশোর, মহুয়া মিত্র

‌ফোর্বসের তালিকায় স্থান পেলেন কানাইয়া, প্রশান্ত কিশোর, মহুয়া মিত্র

Google Oneindia Bengali News

বিহারের দুই যুবনেতা এবার জায়গা পেলেন ফোর্বসের তালিকায়। পোল কৌশলবিদ তথা জনতা দলের (‌একতা) ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোর কুমার ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার এ বছর ফোর্বসের বিশ্বের শীর্ষ ২০ জন ব্যক্তিত্বদের তালিকায়‌ রয়েছেন। এই ম্যাগাজিনটি প্রশান্ত কিশোরকে আগামী দশকের রাজনীতির সিদ্ধান্তমূলক ব্যক্তিত্ব হিসাবে বর্ণনা করেছে।

‌ফোর্বসের তালিকায় স্থান পেলেন কানাইয়া, প্রশান্ত কিশোর, মহুয়া মিত্র


জানা গিয়েছে, ২০০৯ সালে প্রশান্ত কিশোর গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে ২০১৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপির রণ কৌশল তৈরি করে যথেষ্ট পরিচিতি লাভ করেন। যার ফলে গুজরাটের মুখ্যমন্ত্রী পরে দেশ শাসনের ক্ষেত্রেও জয়লাভ করেন। প্রশান্ত কিশোরের হাত ধরেই ভারতে ফেসবুকে প্রচার করার ধারণা নিয়ে আসা হয়। বিহারের বক্সারের বাসিন্দা প্রশান্ত এরপর পাঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও অন্ধ্র প্রদেশের ভি জগন রেড্ডিকে সাহায্য করেন। বর্তমানে প্রশান্ত কিশোর তামিলনাড়ুতে দ্রাবিড়িয়ান দলকে ভবিষ্যত নির্বাচনে জয় পাওয়ানোর রণ কৌশল নিয়ে ব্যস্ত। এর পাশাপাশি ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকেও সাহায্য করছেন তিনি। এছাড়াও প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করছেন।

ফোর্বসের তালিকায় এঁরা ছাড়াও রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের নাম। সাংসদ হিসেবে প্রথমবার লোকসভায় পা রেখে ভাষণে নির্ভীক, সাহসী এবং যুক্তিনিষ্ঠ ভাবে দাপট দেখান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। প্রশান্ত, মহুয়া, কানহাইয়া ছাড়াও ভারতীয় রাজনীতি থেকে তালিকায় জায়গা পেয়েছেন হরিয়ানার উপ–মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা। তাঁর জেজেপি–র সঙ্গে জোটবেঁধেই হরিয়ানায় সরকার গড়েছে বিজেপি।

English summary
Later, Kishor, a native of Buxar in Bihar, helped Punjab Congress leader Amarinder Singh and V Jagan Reddy of Andhra Pradesh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X