For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ছাড়া বাঁচবে না দেশ, দলবদলের আসল কারণ জানালেন ‘কমিউনিস্ট’ কানহাইয়া

কংগ্রেস ছাড়া বাঁচবে না দেশ, দলবদলের আসল কারণ জানালেন ‘কমিউনিস্ট’ কানহাইয়া

  • |
Google Oneindia Bengali News

বামপন্থাকে জীবেনর ধ্রুবতারা করেছিলেন কানহাইয়া কুমার। সেইমতো জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া সিপিআইয়ে যোগ দিয়ে বিহারের বেগুসরাই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২০১৯-এর লোকসভায়। তারপর থেকেই কংগ্রেসের নজর ছিল কানহাইয়ার উপর। আর কানহাইয়াও মোদী বিরোধিতার একটা বড় মঞ্চ চেয়েছিলেন। অবশেষে কংগ্রেস ও কানহাইয়ার উদ্দেশ্য পূরণ হল।

কংগ্রেস ছাড়া বাঁচবে না দেশ, বলছেন কানহাইয়া

কংগ্রেস ছাড়া বাঁচবে না দেশ, বলছেন কানহাইয়া

মোদী বিরোধিতায় ২০২৪-এর লড়াই আরও জোরদার করতে কানহাইয়া কুমার শেষপর্যন্ত রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। এবং কংগ্রেসের তেরঙ্গা উত্তরীয় গলায় নিয়ে সাফ জানিয়ে দিলেন তাঁর সিপিআই ত্যাগ ও কংগ্রেসে যোগদানের কারণ। তাঁর স্পষ্ট কথা, কংগ্রেস ছাড়া বাঁচবে না দেশ। তাই কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে হবে।

কংগ্রেস শুধু একটা পার্টি নয়, কংগ্রেস একটা ভাবনা

কংগ্রেস শুধু একটা পার্টি নয়, কংগ্রেস একটা ভাবনা

দেশের সবথেকে প্রাচীন দলটিতে যোগ দিয়ে কানহাইয়া বলেন, সবার মনে একটাই প্রশ্ন কেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছেড়ে আমি কংগ্রেসে যোগ দিলাম। আমি কংগ্রেসে যোগ দিচ্ছি, কেননা কংগ্রেস শুধু একটা পার্টি নয়, কংগ্রেস একটা ভাবনা। দেশের সবথেকে প্রাচীন, সবথেকে গণতান্ত্রিক দল হল কংগ্রেস। আমি গণতান্ত্রিক শব্দটায় জোর দিচ্ছি, কারণ আমি একা নই, অনেকেই মনে করেন, দেশ কংগ্রেস ছাড়া বাঁচবে না।

কংগ্রেসের আদর্শ নিয়ে পথ চলার বার্তা যুব সমাজের

কংগ্রেসের আদর্শ নিয়ে পথ চলার বার্তা যুব সমাজের

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন কানহাইয়া। কানহাইয়ার মতো যুবশক্তিকে সঙ্গে নিয়ে কংগ্রেসের এবার মোদী বিরোধী লড়াই যে আর তীব্র হবে, তা বলাই যায়। তারপর কানহাইয়ার মতো যুব নেতা দলে আসায় প্রমাণিত এটা পরিষ্কার যে যুব সমাজের কাছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা কমেনি। শুধু কানহাইয়া কুমার নন, গুজরাটের জিগনেশ মেওয়ানিও কংগ্রেসের আদর্শ নিয়ে পথ চলার বার্তা দিয়েছেন।

জল্পনার অবসান, সিপিআই ছেড়ে কানহাইয়া কংগ্রেসে

জল্পনার অবসান, সিপিআই ছেড়ে কানহাইয়া কংগ্রেসে

দেশের অন্যতম জনপ্রিয় তরুণ রাজনীতিক কানহাইয়া কুমার। বামপন্থা ছেড়ে তিনি দক্ষিণপন্থার দিকে ঝুঁকলেন। কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেসে যোগদান নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে সিপিআই ছেড়ে কানহাইয়া কুমার এদিন যোগ দিলেন কংগ্রেসে।

২০১৯-এর পর থেকেই কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব

২০১৯-এর পর থেকেই কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব

জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। সিপিআই নেতা হিসেবে তিনি বিহার থেকে সিপিআইয়ের টিকিটে লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোদী বিরোধী মুখ হিসেবে তাঁর খ্যাতি স্বল্প দিনেই ছড়িয়ে পড়ে। ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকেই কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ছিল তাঁর কাছে। বছর দু-আড়াই পরে ফের সেই সম্ভাবনার দুয়ার খুলে যেতে চলেছে। সুবক্তা, তরুণ-তুর্কি নেতা বামপন্থী রাজনীতি ছেড়ে এবার মোদী-বিরোধিতায় নাম লেখালেন কংগ্রেসে।

২০২৪-এ কানহাইয়া কুমারকে নিয়ে কৌশল রচনা

২০২৪-এ কানহাইয়া কুমারকে নিয়ে কৌশল রচনা

কানহাইয়া কুমারের নেতৃত্বে বিহারে ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাবে কংগ্রেস। রাজ্যে আন্দোলন শুরু করার পাশাপাশি জাতীয় পর্যায়েও তাঁকে কাজে লাগাবে কংগ্রেস। প্রশান্ত কিশোরের পরিকল্পনা অনুযায়ীই ২০২৪-এর আগে কানহাইয়া কুমারকে দিল্লির রাজনীতিতে কাজে লাগাতে চায় কংগ্রেস। সেইমতোই কৌশল রচনা করা হচ্ছে মোদি-বিরোধিতায়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Kanhaiya Kumar expresses the cause of joining Congress leaving CPI by Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X